আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী | Bisshashe Rasul | আবু উবায়দা
Lyric: Hossain Noor (হোসাইন নূর) & Salman Habib
Tune, Voice & Music Producer: Abu Ubayda
Side Vocal : Masum Billah
Video: Abu Tuyab
Supervised by: Abu Hurayra
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী
আমি নবীর অপমান সইতে পারিনা,
আমার জীবন গেলেও আমি প্রতিবাদী
আমি রাসূল প্রেমে হলাম দিওয়ানা
ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন
নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন
ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা
হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা...
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ
চোখের মণি প্রিয় রসূল আমার,
কে আছে এই ধরায় তার মত আর।
মানবতার তিনি শ্রেষ্ঠ প্রতীক
ভালোবাসি তাকে প্রাণের অধিক।
সেই নামে কেউ দেয় যদি আঘাত
শত্রুতা তার সাথে কর কুপোকাত...
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ
কোটি মুসলমানের প্রাণের ধ্বনি
রসূল সবার প্রিয় মায়ার খনি।
সিরাত পড়ে চোখে আসে যে জল
কত ব্যথা দিলো কাফেরের দল।
ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন
নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন
ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা
হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা....
নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ