আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী | Bisshashe Rasul | আবু উবায়দা

Lyric: Hossain Noor (হোসাইন নূর) & Salman Habib

Tune, Voice & Music Producer: Abu Ubayda

Side Vocal : Masum Billah

Video: Abu Tuyab

Supervised by: Abu Hurayra


আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী

আমি নবীর অপমান সইতে পারিনা,

আমার জীবন গেলেও আমি প্রতিবাদী

আমি রাসূল প্রেমে হলাম দিওয়ানা

ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন

নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন

ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা

হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা...

নারায়ে তাকবির আল্লাহু আকবার 

নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ 


চোখের মণি প্রিয় রসূল আমার,

কে আছে এই ধরায় তার মত আর।

মানবতার তিনি  শ্রেষ্ঠ প্রতীক

ভালোবাসি তাকে প্রাণের অধিক।

সেই নামে কেউ দেয় যদি আঘাত

শত্রুতা তার সাথে কর কুপোকাত...

নারায়ে তাকবির আল্লাহু আকবার 

নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ


কোটি মুসলমানের প্রাণের ধ্বনি

রসূল সবার প্রিয় মায়ার খনি।

সিরাত পড়ে চোখে আসে যে জল

কত ব্যথা দিলো কাফেরের দল।

ওরে কাফের বেদ্বীন বেঈমানারা শোন

নবীর জন্য মোরা ঝরাতে পারি খুন

ফিরে আয় সিপাহ সালার বিপ্লবী সেনা

হাতে শমশির নিয়ে বজ্র তাকবির দেনা....

নারায়ে তাকবির আল্লাহু আকবার 

নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ

কেমনে যাবো সোনার মদিনা - Kemne Jabo Sonar Madina
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Dile Jar Premer Abad। দিলে যার প্রেমের আবাদ। Sayed Ahmad Kalarab।Gojol
ভালো কাজের উৎসাহ || Valo Kaj Korle | সাইমুম শিল্পী গোষ্ঠী
হেরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হায়- জাইমা নূর । Jaima Noor
ঈদ এসেছে ঈদ এসেছে - New Official Video
জানাযা নিয়ে হৃদয়স্পর্শী নতুন গজল । Janaza । Abu Rayhan Kalarab । Bangla Islamic Song
সাদা কাফনে মোড়ালে কেন আমায় লিরিক্স - Shada Kafon Gojol Lyrics
মসজিদে যেতে বাধা দিও না আমায় লিরিক্স-Mosjide Jete Badha Diyona Amay
গরিবের কান্না - Goriber Kanna
সকাল বেলার পাখি । আফিফা হাসান রাফা । Sokal Belar Pakhi