জাইমা নূর
মাধবীলতা, মাধবীলতা কোথায় পেলে এই ঢং - মাধবীলতা । জাইমা নূর
গান : মাধবীলতা
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ নূরুন্নাহার নীরু
সূরঃ তাফাজ্জল হোসাইন খান
মাধবীলতা, মাধবীলতা
কোথায় পেলে এই ঢং
সাদা থেকে গোলাপী হয়ে
হয়ে যাও লাল রং৷৷
সাদা রঙে তারা ফোটাও
গোলাপী রঙে হাসো,
রক্ত লালে নাচে ভ্রমর
রঙের বাহারে ভাসো৷
এমন মধুর দৃশ্য মেখে করছো সদাই ঢং!
সাদা থেকে গোলাপী হয়ে হয়ে যাও লাল রং৷৷
আকাশ পানে দৃষ্টি মেলে তোমার সবুজ লতাটি
বলতে কি চায় চূড়ায় উঠে চাঁদের সাথে কথাটি৷
নোয়ানাতো মাথাটি তার
যতই মেলুক শাখা
শির উঁচু করে মহিমা ছড়ায়
ওর শতদল পাখা৷
বাতাসে দুলে হেসে বলে সবই স্রষ্টার রং৷
সাদা থেকে গোলাপী হয়ে হয়ে যাও লাল রং ৷৷
আপনার মতামত লিখুন