রোজার শেষে ঈদ এসেছে  খুশির জোয়ার অন্তরে Khushir Jowar | Jaima Noor 

গান: খুশির জোয়ার | Khushir Jowar

শিল্পী: জাইমা নূর, তাসনিয়া, রাফা, সাইফা, মাহা ও নাবিহা

কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান 

সাউন্ড ডিজাইন: জুলকার নাইন

রোজার শেষে ঈদ এসেছে 

খুশির জোয়ার অন্তরে 

আকাশ হতে রহম ঝরে

আবার সবার ঘরে ঘরে ।


মহামিলনের দিন এসেছে

দল বেধে চল ঈদগাহে

দে বিলিয়ে অসহায়ে

যত পারিস তার রাহে 

ফুটবে হাসি মুখে মুখে 

দেখে নিস তা নয়ন ভরে ।


আজ মিলনের শুভ ক্ষনে 

দূর করে সব অন্ধকার

ভাইয়ে ভাইয়ে  আলিঙ্গনে 

হবো আমরা একাকার 


দিকে দিকে  হানাহানি 

কান্না শুনি বাতাসে 

মাজলুমানের আহাজারি 

নেই বুঝি কেউ তার পাশে 

আমনিশার রাত পোহাবে 

হাসবে ধরা নতুন ভরে

প্রিয় বাবা লিরিক্স-prio baba lyrics
খোদার কথা মেনে নিলে মন ভালো হয় লিরিক্স-Khodar Kotha Gojol Lyrics Abu Ubayda
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
ওরে আয় ছুটে ছুটে আয় এক সাথে সুরে সুরে গাই -ore ay chote chote ay ak sathe sure sure gai
ওগো প্রাণো প্রিয় নাবি লিরিক্স-Ogo Prano Priyo Nabi
মধুর কণ্ঠে নতুন গজল। Herar Alo। হেরার আলো। Jahidul Islam Shawon। Bangla Gojol
জন্ম যদি হতো | Jonmo Jodi Hoto | মাহজুবা | Saimum lyrics
আমি বহু দূরগামী আলো ঝরা পথে - জাইমা নূর
প্রভু, শুকরিয়া জানাই লিরিক্স-Shukriya janai Lyrics
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal