দিবানিশি কলবে ও নাম । জাইমা নূর

গান : দিবানিশি কলবে ও নাম

কণ্ঠঃ জাইমা নূর

কথাঃ আবু তাহের বেলাল

সুরঃ সাইফুল্লাহ মানছুর

দিবা নিশি কলবে ওনাম 

সাল্লে আলা মোহাম্মাদ,

আল্লাহ তালার প্রিয় তুমি

            শ্রেয় প্রেমাষ্পদ..

তুমি আমার ভালোবাসা 

তুমি প্রেমময়,

কেউ অপমান করলে তোমায়

এই হৃদয়ের কোণায় কোনায়

       রক্ত ক্ষরণ হয়।।

রাহমাতেরই সুধা নিয়ে 

রাসূল তুমি এলে,

নারীশিশু ভোরের আলো 

দেখলো দুচোখ মেলে।

তোমার পরশ পেয়ে ধরা 

            হলো আলোময়।।

জীবন দিয়েও রাখবো উঁচু

তোমার শান ও বাণী,

ধরবো মেলেই সবার মাঝে

        রবের কালামখানি।...

কাউকে তুমি পর ভাবোনি

দাওনি দূরে ঠেলে,

কষ্ট সয়েও এক আহাদের

নাম গিয়েছো জ্বেলে।

যে যাই বলুক তোমার নীতি 

       মোটেও কালো নয়।।


যেদিন যাবে গো মরিয়া - Jedin Jabe Go Moriya
একজন মুজাহিদ কখনো বসে থাকেনা লিরিক্স-Ekjon Mujahid Kokhono lyrics
কথাতে ভুল হলে নিরবে যেও ভুলে লিরিক্স-Kothate Vul Hole Lyrics
ফুলেরা পাঁপড়ি মেলে দেয় - New Official Video
বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা | Bayat Song lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক্স- Dhormer pothe shhid jara amra sei jati lyrics
মাধবীলতা, মাধবীলতা কোথায় পেলে এই ঢং - মাধবীলতা । জাইমা নূর
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন লিরিক্স- Allahr pothe jara diyeche jibon lyrics
কেমন মানুষ তুমি | Kemon Manush Tumi
কতো কষ্টে যায় যে দিন | Naya Provat lyrics | নয়া প্রভাত