দিবানিশি কলবে ও নাম । জাইমা নূর
গান : দিবানিশি কলবে ও নাম
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ সাইফুল্লাহ মানছুর
দিবা নিশি কলবে ওনাম
সাল্লে আলা মোহাম্মাদ,
আল্লাহ তালার প্রিয় তুমি
শ্রেয় প্রেমাষ্পদ..
•
তুমি আমার ভালোবাসা
তুমি প্রেমময়,
কেউ অপমান করলে তোমায়
এই হৃদয়ের কোণায় কোনায়
রক্ত ক্ষরণ হয়।।
•
রাহমাতেরই সুধা নিয়ে
রাসূল তুমি এলে,
নারীশিশু ভোরের আলো
দেখলো দুচোখ মেলে।
তোমার পরশ পেয়ে ধরা
হলো আলোময়।।
•
জীবন দিয়েও রাখবো উঁচু
তোমার শান ও বাণী,
ধরবো মেলেই সবার মাঝে
রবের কালামখানি।...
•
কাউকে তুমি পর ভাবোনি
দাওনি দূরে ঠেলে,
কষ্ট সয়েও এক আহাদের
নাম গিয়েছো জ্বেলে।
যে যাই বলুক তোমার নীতি
মোটেও কালো নয়।।