ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর

গানঃ ভাবতে যখন বসি 

শিল্পীঃ জাইমা নূর 

কথাঃ আবু তাহের বেলাল

সুরঃ সাইফুল্লাহ মানছুর

ভাবতে যখন বসি দুচোখ বুজে

সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে,

ফিলিস্তিনের ভাগ‍্যাহত অবোধ শিশু আমি-

সব হারিয়ে কাঁদছি দিবসযামি।।

তোমার আছে বসতভিটে বাড়ি

আছে হরেক খেলার পুতুল গাড়ি,

আমার বলে নেই কিছু নেই আর-

দুঃখ ছাড়া সস্তা কিবা দামী।।


মা বাবাকেও ওরাই নিলো কেড়ে

বুলেট ছুঁড়ে মারলো ভাই ও বোন,

দিনে দিনে যাচ্ছে জুলুম বেড়ে-

অনাহারেই কাটাই সারাক্ষণ।

জীবন জুড়ে পাই না ঈদের দেখা

ইচ্ছে হলেও হয় না পড়া-লেখা,

আমার মতো হাজার শিশুদের

বড়ো হবার স্বপ্ন গেছে থামি।।

কি হবে দুনিয়াদারি?-Ki Hobe Duniyadari
সংগঠনকে ভালোবাসি আমি লিরিক্স-Sangathanke Valobashi Ami lyrics
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal
এই রমাদান হোক জীবনের সেরা রমাদান -Sera Ramadan | Jaima
আমার পৃথিবী আলো ঝলোমল লিরিক্স
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
আমার জান মুস্তাফা আমার প্রাণ মুস্তাফা- Amar Jaan Mustafa Amar pran Mustafa
একবার দেখ ভেবে তুই মন লিরিক্স-Ekber dekh vebe Lyrics
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
শোনো ও মউত তুমি একটু থেমে যাও-Shono O Mout Tumi akto theme jao