কেমন মানুষ তুমি | Kemon Manush Tumi 

Song: Kemon Manush Tumi | কেমন মানুষ তুমি আবার বেহেশত যেতে চাও 

Lyrics: Zainal Abedin Pathan 

Tune: Shekh Shadi Khan

Singer: Jaima Noor জাইমা নূর

কেমন মানুষ তুমি আবার 

বেহেশতে যেতে চাও

ক্ষুধার্ত কে তাড়িয়ে তুমি 

নিজেই শুধু খাও

কতোরকম খানা তুমি

প্রতিদিন খাও

প্রতিবেশী স্বজনদের 

খবর কী নাও।


পায়ে তোমার দামি জুতা 

ঘরে আছে দুই হালি

কারো জুতায় দেখো তালি

কারোর আবার পা ই খালি

আলনা ভর্তি কাপড় তোমার 

আরো ভর্তি আলমিরা

কারো দিকে চেয়ে দেখো 

গায়ের টাই তার ছেড়া 

তোমার কিছু জুতা কাপড় 

তাদেরকে বিলাও।


কতো স্বজন রোগ যন্ত্রণায় 

কাঁদছে বারেবার

সামর্থ্য নেই এখন তাদের 

কারো চিকিৎসার 

সুস্থ আছো এখন তুমি 

সামর্থ্য আছে

যাওনা তবু রোগীর সেবায় 

তুমি তাদের কাছে

এতো পাষাণ স্বার্থপর

কেমনে হয়ে যাও।


ওগো দয়াময় লিরিক্স ইকবাল এইচজে -Doyamoy
সময়ের সেরা আকর্ষণীয় গজল। Subhanaka। সুবহানাকা। Kalarab। Holy Tune। Bangla Gojol 2022
Tomar Preme Bekul Lyrics | তোমার প্রেমে ব্যাকুল | Abir Hasan | Kalarab Shilpigosthi
ওরে কে বলে আরবে নদী নাই | Ke Bole Arobe Nodi Nai সাইমুম শিল্পী গোষ্ঠী
তারা তো ভালো মানুষ নয়-Tara To Valo Manus Noi
ফুলের মত সুরভিত করে দিও আমার জীবন লিরিক্স
মাটির একখানা ঘর বানাইয়া লিরিক্স Matir Ekkhan Ghor Banaiya ওবায়দুল্লাহ তারেক
মুখে আমার নবী নবী-Mukhe Amar nabi nabi
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
এলো মাহে রমজান-Elo Mahe Ramzan