খুশীর প্রভাত - জাইমা নূর
গান : খুশীর প্রভাত
কন্ঠঃ জাইমা নূর , নাবিহা নূর , রাফা, মুহান্নি, রাবেয়া, তাশফিয়া, ইসমাত ও তামিমা, মারিয়া, রিফা ।
কথাঃ আবু তাহের বেলাল
সূরঃ সাইফুল্লাহ মানছুর
সিয়ামের দিন আর/ কিয়ামের রাত
বিদায়ের পরে এলো/ খুশির প্রভাত,
শাওয়ালের চাঁদ হাসে/ দূর নীলিমায়-
ছোটদের বড়দের/ ভেঙে গেলো নিদ।
ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ।।
খুদেখুদে রোজাদার / ঈদ পেয়ে খুশি
আল্লাহর ভালোবাসা/ মনেমনে পুষি।
ভুলে থাকি হানাহানি/ ঝগড়া বিবাদ-/
কথাকাজে রাগারাগি খুনসুটি জিদ।।
•
আলো হব ভালো হব/হব সাদাপ্রাণ
চারিদিকে ছড়াবোই/ সিয়ামের ঘ্রাণ,
টেনেটেনে বড় করে/ সাদাকার গুণ-
খুঁজে নেবো দিন শেষে/ আরশের ত্রাণ।..
#উঁচুনিচু সমাজের/ মূল টেনে তুলে
নবরূপে সাজাবোই /রামাদান ফুলে।
রাখবো না কারো মনে/ একটু বিষাদ-/
#হাসিমুখে শুনাবো যে/ ঘুমভাঙা গীত।।