খুশীর প্রভাত - জাইমা নূর

গান :  খুশীর প্রভাত

কন্ঠঃ জাইমা নূর , নাবিহা নূর , রাফা, মুহান্নি, রাবেয়া, তাশফিয়া, ইসমাত ও তামিমা, মারিয়া, রিফা ।

কথাঃ আবু তাহের বেলাল

সূরঃ সাইফুল্লাহ মানছুর

সিয়ামের দিন আর/ কিয়ামের রাত

বিদায়ের পরে এলো/ খুশির প্রভাত,

শাওয়ালের চাঁদ হাসে/ দূর নীলিমায়-

ছোটদের বড়দের/ ভেঙে গেলো নিদ।

      ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ।।


খুদেখুদে রোজাদার / ঈদ পেয়ে খুশি

আল্লাহর ভালোবাসা/ মনেমনে পুষি।

ভুলে থাকি হানাহানি/ ঝগড়া বিবাদ-/

কথাকাজে রাগারাগি খুনসুটি জিদ।।

আলো হব ভালো হব/হব সাদাপ্রাণ

চারিদিকে ছড়াবোই/ সিয়ামের ঘ্রাণ,

টেনেটেনে বড় করে/ সাদাকার গুণ-

খুঁজে নেবো দিন শেষে/ আরশের ত্রাণ।..


#উঁচুনিচু সমাজের/ মূল টেনে তুলে

নবরূপে সাজাবোই /রামাদান ফুলে।

রাখবো না কারো মনে/ একটু বিষাদ-/

#হাসিমুখে শুনাবো যে/ ঘুমভাঙা গীত।।


রসূলে খোদা হে, তু দিল কি আওয়াজে লিরিক্স Rasule Khoda by Abu Rayhan
হৃদয়কাড়া দেশের গজল | Sobuj Desh | সবুজ দেশ | Kalarab Shilpigosthi | Bangladesh | Bangla New Song22
সারা জগতের সেরা ভারতবাসী আমরা-Sara Jagater Sera Bharatbashi amra
কালজয়ী সেরা গান। Salam Salam Hajar Salam। সালাম সালাম হাজার সালাম। Hujaifa Islam। Best Bangla Song
বাপ গুনে বেটা মা গুনে বেটি | Baby Najnin | Baap Gune Beta Maa Gune Beti | New Gojol
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
বিতাড়িত শয়তান থেকে পয়লা পানাহ চাই । সিয়ামের পুঁথি । জাইমা নূর
এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
ইয়া তাইবা ইয়া তাইবা গজল O Tayba, O Tayba
বুলবুলি তুই কোথায় পেলি | Bulbuli Tui | Shahi & Rafi