আজকে কেনো তরকারিতে নুন হয়েছে কম - জাইমা নূর

গান : তরকারিতে নুন কেন কম ? 

কণ্ঠঃ জাইমা নূর

কথাঃ শাহ্‌ মিজান

সুরঃ সাইফুল্লাহ মানছুর 

আজকে কেনো তরকারিতে নুন হয়েছে কম?

ডালটাও খুব পানসে, ভালো লাগছে না একদম।

ভাতটা এতো নরম কেনো, নেই গরমের সীমা,

পেটটা খিদেয় করছে চু-চু, খাবো এখন কী মা! 


মায়ের ওপর রাগ দেখিয়ে ফুলালে খুব গাল,

আজ না বুঝো, বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল! 


কালকে যখন বড়ো হয়ে হবে পিতা-মাতা

সংসারী চাপ বয়ে তোমার ঘুরে যদি মাথা।

বুঝবে তখন নয়তো সোজা 

কত্তো শতো কাজের বোঝা

সব দেয়া সামাল।

আজ না বুঝো...। 


বাবার কাছে বায়না হাজার ধরো প্রতিদিন,

একটা-দু'টো পাও না যদি মুখ করো মলিন। 

বাড়লে বয়স বুঝবে জানি,

যা পেয়েছো, নাওনা মানি

করো না গোলমাল!

আজ না বুঝো...।

পিতামাতা ভাইবোনে মিলে পরিবার - জাইমা নূর
সবর শেখো হে উম্মাত ! সবর | জাইমা নূর | Jaima Noor
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক্স-protidin kete jay mago tumi bine lyrics.
বলতে পারো কার তুলিতে লিরিক্স-Bolte Paro Kar Tulite Akash Holo Nil
প্রভু গাই তোমার গান লিরিক্স-Provu Gai Tomar Gan
পথশিশু নয় ওরা ফুলশিশু লিরিক্স -Potho Shishu Gojol Lyrics
সময়ের সেরা আকর্ষণীয় গজল। Subhanaka। সুবহানাকা। Kalarab। Holy Tune। Bangla Gojol 2022
আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ মাহফিল
ও রোজাদার যারা আছো তারা সুনে নেও- o rojadar jara aso tara sune neo
তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে-tomar doa ase khoda jani sokol dike