বিতাড়িত শয়তান থেকে পয়লা পানাহ চাই । সিয়ামের পুঁথি । জাইমা নূর
গান : রামাদানের পুঁথি
কন্ঠঃ জাইমা নূর
অন্যান্য কন্ঠঃ নাবিহা, রাফা, মুহান্নি, রাবেয়া, তাশফিয়া, ইসমাত ও তামিমা
বিতাড়িত শয়তান থেকে পয়লা পানাহ চাই
আল্লাহ তায়ালার নাম নিয়ে হোক সকল শুরু ভাই
সকল ভাল এবং সকল বন্দনা বা গীতি
রহিম রহমানের নামে হোকনা শুরুর রীতি।
আয় আয় আয় আয়
বারো মাসের বারোটি চাঁদ বারো আকাশ ঘুরে
বারো নাশিদ গাইছে দেখো বারো হাজার সুরে
বছর ঘুরে এলো ওরে রজব ও শাবান
কোন খুশিতে পুলকিত মুমিন মুসলমান।
শাবান মাসের শেষে এলো আকাশে এক চাঁদ নিয়ে এলো মুক্তি এবং নাজাতের সওগাত নিয়ে এলো রহমত এবং বরকতের বারতা ছাড়ো বিষাদ আর অবসাদ, ফ্যাসাদ? হ্যা ছাড়ো তা।
নিয়মের মাস সিয়ামের মাস কিয়ামের মাস শুরু
তওবা করে মন বাধো, মন ভীষণ উরু উরু।
বছর ঘুরে এসেছে ফের মাহে রমাদান
মুমিন তুমি মুত্তাকি হও বলছে আল-কুরআন।
দিবস কাটুক ক্ষুৎপিপাসায় সিয়ামে সিয়ামে রাত জেগে রও তারাবিহ আর তাহাজ্জুদ কিয়ামে
কবরবাসীর জন্য আছে দারুন সুখবর
আজাব বিহীন ত্রিশটি দিন থাকবে আঁধার ঘর
একটা নফল এই মাসে হয় ফরজের সমান আর ফরজের পরিধিতো জমিন ও আসমান এক টাকা দাও সত্তর টাকা দানের সওয়াব পাবে
সাত'শ টাকার সমান দিলেও কে তারে আটকাবে
উজার করে দাও গো তোমার বাহির এবং ভেতর
উদার হাতে আদায় করো সাদাকাতুল ফেতর।
অপকর্ম থেকে বাঁচতে রোজা নাকি ঢাল রোজা রুখে দিক ইবলিসের হাজার রকম চাল
দিনে লড়াই রিপুর সাথে কিয়ামে যায় রাত
রাসূল বলেন সিয়াম হলো শরীরের যাকাত।
রোজাদারের জন্য আছে দুটি খুশির ক্ষণ ইফতারি আর খোদার দিদার পুলক জাগা মন জান্নাতীদের মাঝেও পৃথক রোজাদারের শান সুসজ্জিত প্রবেশ ফটক প্রশস্ত রাইয়ান।
তাই এ মাসে ব্যবসায়ী আর বিক্রেতা ভাই বোন
রোজাদারের জন্য রাখুন বিশেষ আয়োজন
সমান রাখুন সেবা এবং দ্রব্যমূল্যের মান মুনাফা তো তিনিই দেবেন আর সাথে সম্মান।
রোজার মাসে শৃঙ্খলিত থাকে রে শয়তান নফসকে পড়াও ডান্ডাবেড়ি ও হে মুসলমান রোজা যেন না হয় কেবল উপোস থাকা ভাই নেয়ামতের ষোল আনা উসুল করা চাই।
আল্লাহ তা'আলা বলেন রোজা আমার জন্য রাখা
রোজার পুরস্কারটা হবে শিরিন সুবাস মাখা
রোজা কেবল আমার জন্য আমি নিজের হাতে
এর বিনিময় তুলে দেবো শেষ বিচারের মাঠে।
তাহাজ্জুদে কেঁদে কেঁদে গুনাহ করাও মাফ নাজাতের ক্ষণ তার ভালো যে করল ইতেকাফ
তার বরাতে কিছু ই নেই কপাল যে তার ফাটা মাসজুড়ে যে করল শুধু ভোজন কেনাকাটা
রাসূল বলেন তার তরেই লানত অভিশাপ রোজা এলো চলে গেল পাপ হলো না মাফ।
শব ই কদর তালাশ করো শেষের বেজোড় রাতে
দিনে দিনে মাস চলে যায় সময় নেই আর হাতে
এই মাসে হয় কোরআন নাজিল এই মাসে হয় বদর
এই মাসে পাই হাজার মাসের সমান শব-ই-কদর
সিয়াম এসে কিয়াম দিয়ে ভাঙে চোখের নিদ উচ্ছসিত হৃদে হৃদে হাসে খুশির ঈদ।
রোজার বিদায় কাঁদায় হৃদয় অশ্রুসজল আঁখি
পশ্চিম আকাশ জুড়ে তখন হাসে ঈদের পাখি।
সেই পাখিটির গানে গানে তামাম জাহান ভাসে
সম্প্রীতির এক বার্তা নিয়ে ঈদ-উল-ফিতর আসে।
একটি দিনের উন্মাদনা ঈদের খুশি নয়
সিয়াম দিয়ে ঈদের খুশি পরিপূর্ণ হয়।।