রাহমানুর রাহিম তুমি -জাইমা নূর
গান: মাফ করে দাও
কথা ও সুর: মাসুদ রানা
শিল্পী: জাইমা নূর
কম্পোজ : জুলকার নাইন
রাহমানুর রাহিম তুমি
ওগো আমার রব
ক্ষমা করো মাফ করে দাও। গুনা খাতা সব।।
গুনাহ যখন বৃষ্টির মত অবিরত ঝরে
রহম রোদে দাও শুকিয়ে আমায় ক্ষমা করে
দিবানিশি অন্তরে হোক তোমার অনুভব।।
হিংসা গীবত পরনিন্দা মোনাফেকিও বুঝি
নিজকে তবু এসবের মাঝে পাই খুঁজে পাই রোজই।
দ্বীনের পথে চলার জ্ঞান
শক্তি সাহস দিও
পথের দিশা ভুল হলে গো সঠিক পথে নিও
অন্তরে হোক তোমার নামের সদা কলরব।।