ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল -Ekhusher Kanna । জাইমা নূর । আফিফা হাসান রাফা
গান : একুশের কান্না
কণ্ঠঃ জাইমা নূর ও আফিফা হাসান রাফা
কথা ও সূরঃ তাফাজ্জল হোসাইন খান
ফেব্রুয়ারির একুশ তারিখ
উনিশশো বাহান্ন সাল,
আমার ভাইয়ের খুন ঝরিল
পিছঢালা পথ হইলো লাল।।
চেয়েছিলো কাইড়া নিতে
ভাষার অধিকার
মায়ের ভাষা হারিয়ে যাবে
কেমন অবিচার ।
রাজপথে নামিল মিছিল
শ্লোগান এ উত্তাল ।।
আহারে দুঃখীনী ভাষা
দুঃখের নিশি কাটেনা
বর্ণ মালার কান্না আহা
আজো কেন থামেনা ?
বাড়ছে শুধু কিন্ডারগার্টেন
পাড়ায় মহল্লায়
তোমার আমার সন্তানেরা
দলে দলে যায় ।
হিন্দি সিরিয়ালের প্রেমে
ঘর গুলি মাতাল ।।