গেয়ে যেতে চাই আমি  তোমারই গান - জাইমা নূর । Geye jete chai । Jaima Noor

গান : গেয়ে যেতে চাই আমি

কণ্ঠঃ জাইমা নূর

কথাঃ সালাহ্ উদ্দিন সিদ্দিক

গেয়ে যেতে চাই আমি 

তোমারই গান

বেঁচে থাকি যতদিন 

ওগো মহীয়ান

তোমার প্রতি বড় অতি 

প্রভূ গো আমার টান

প্রভূ রহমান


কন্ঠে আমার মায়া মাখাও

দাওগো দরদ ভরে

রহমের দ্বার খুলে পরওয়ার

সুধা ঢালো সুরে 

আমার গানে যেন জাগে 

ঘুমন্ত ঈমান


মনের মাধুরী মিশিয়ে

গাইবো তোমার শান

জং ধরা হৃদে ছড়াবো

তোমার প্রেমের ঘ্রাণ

ছন্দ সুরে হৃদয় মুড়ে 

মুগ্ধ করবো প্রাণ

রমজানের নতুন গজল l Ramadan l রমাদান l Ramjan Music Video
কুরআন নিয়ে অসাধারণ একটি গজল । QURAN । قرآن । কুরআন । Abu Rayhan & Husain Adnan
মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video
আঁধার এ দুনিয়ায় তুমি ছাড়া নাই কোন আলো লিরিক্স-Adhar e Duniyay Lyrics
আকাশের তাঁরাগুলো যদি নিভে যায় | মাকে নিয়ে অসাধারণ একটি গজল ।
আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
কষ্ট যদি দাও গো খোদা - সবর দিলে দাও-kosto jodi dao go khoda sobor dile dao
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী