গেয়ে যেতে চাই আমি তোমারই গান - জাইমা নূর । Geye jete chai । Jaima Noor
গান : গেয়ে যেতে চাই আমি
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ সালাহ্ উদ্দিন সিদ্দিক
গেয়ে যেতে চাই আমি
তোমারই গান
বেঁচে থাকি যতদিন
ওগো মহীয়ান
তোমার প্রতি বড় অতি
প্রভূ গো আমার টান
প্রভূ রহমান
কন্ঠে আমার মায়া মাখাও
দাওগো দরদ ভরে
রহমের দ্বার খুলে পরওয়ার
সুধা ঢালো সুরে
আমার গানে যেন জাগে
ঘুমন্ত ঈমান
মনের মাধুরী মিশিয়ে
গাইবো তোমার শান
জং ধরা হৃদে ছড়াবো
তোমার প্রেমের ঘ্রাণ
ছন্দ সুরে হৃদয় মুড়ে
মুগ্ধ করবো প্রাণ