গান : হেরা হতে হেলে দুলে
কণ্ঠঃ জাইমা নূর
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
 সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন
হেরা হতে হেলে দুলে
কথা ও সুর:কবি কাজী নজরুল ইসলাম
শিল্পিঃ জাইমা নূর
...............
হেরা হতে হেলে দুলে
নুরানী তনু ও কে আসে হায়!
সারা দুনিয়ার হেরেমের পর্দা
খুলে খুলে যায়
সে যে আমার কামলিওয়ালা
কামলিওয়ালা।

তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে
পর্বত জঙ্গল টলমল টলে
খোরমা খেজুর বাদাম জাফরানী ফুল
ঝরে ঝরে যায়।

আসমানে মেঘ চলে ছায়া দিতে
পাহাড়ের অঁসু গলে ঝর্ণার পানিতে
বিজলী চায় মালা হতে
পূর্ণিমা চাঁদ তাঁর মুকুট হতে চায।।
তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক্স- Tumi koto sundhor ki kore bujhai lyrics
চোকলখোরের গোনা মাফ নাহি হয়-chokolkhorer gona maf nahi hoy
Karar Oi Lowhokopat । কারার ঐ লৌহকপাট । Kalarab
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Dile Jar Premer Abad। দিলে যার প্রেমের আবাদ। Sayed Ahmad Kalarab।Gojol
একা আজ এই কবরে- Aka Aj Ai Kobore
বালাগাল উলা বি কামালিহি লিরিক্স - Balagal Ula Bi Kamalihi
মন উড়ে যায় নীল আকাশে লিরিক্স-Mon Ure Jay Nil Akashe
ভাবতে যখন বসি দুচোখ বুজে লিরিক্স-Vabte Jokhon Bosi Lyrics
বাবা তোমায় ভালোবাসি লিরিক্স-Baba Tomay Valobashi Gojol
সুবহানআল্লাহ লিরিক্স-Subhanallah Gojol Gazi Anas Rawshan