রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর
কথা: আবু তাহের বেলাল
সুর: শফিক আদনান
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি
যদি নামে দুচোখ বেয়ে বেয়ে
অনুতাপে বরফ গলা নদী-
সত্যি ভালো তুমি সবার চেয়ে।।
•
কারো ব্যথা তোমার বুকেই এসে
একেবারেই বুকের অতল দেশে
সংগোপনে বাঁধলে নিবিড় বাসা
নাম দেবো তার বিরল ভালোবাসা।
ফুল বাগিচায় হাসবে গোলাপবেলি
আল্লাহ তা'লার রহম করম পেয়ে।।
•
ক্ষমার চেয়ে নেই ভালো গুণ কারো
নিজের থেকেই বুঝতে যদি পারো,
তুমি হবেই সব গুণীদের গুণী-
ক্ষমা পাবে তুমিও ঠিকই তাঁরও।..
•
ভুলের খাতায় যা করেছো জমা
জায়নামাজে খুঁজলে তুমি ক্ষমা
জাগতে পারে জীবন নদীর তীরে
সবুজ সতেজ দূর্বা ধীরে ধীরে।
মুষড়ে পড়ার নেইতো কোন কিছু
জুলুমপীড়ন যতোই আসুক ধেয়ে।।