রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর

কথা: আবু তাহের বেলাল

সুর: শফিক আদনান

""""""""""""""""""""""""""""""""""""""""""""""

রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি

যদি নামে দুচোখ বেয়ে বেয়ে

অনুতাপে বরফ গলা নদী-

    সত‍্যি ভালো তুমি সবার চেয়ে।।

কারো ব‍্যথা তোমার বুকেই এসে

একেবারেই বুকের অতল দেশে

সংগোপনে বাঁধলে নিবিড় বাসা

নাম দেবো তার বিরল ভালোবাসা।

ফুল বাগিচায় হাসবে গোলাপবেলি

আল্লাহ তা'লার রহম করম পেয়ে।।

ক্ষমার চেয়ে নেই ভালো গুণ কারো

নিজের থেকেই বুঝতে যদি পারো,

তুমি হবেই সব গুণীদের গুণী-

ক্ষমা পাবে তুমিও ঠিকই তাঁরও।..

ভুলের খাতায় যা করেছো জমা

জায়নামাজে খুঁজলে তুমি ক্ষমা

জাগতে পারে জীবন নদীর তীরে

সবুজ সতেজ দূর্বা ধীরে ধীরে।

মুষড়ে পড়ার নেইতো কোন কিছু

জুলুমপীড়ন যতোই আসুক ধেয়ে।।

তোমাদের কাছে এসেছি আমি দূরের কন্ঠস্বর - জাইমা নূর । Tomader Kache Eshechi । Jaima Noor
এ আকাশ মেঘে ঢাকা রবে না লিরিক্স -Ei Akash Meghe Dhaka Lyrics
ও নদী তুমি বইছো কেনো লিরিক্স-O Nodi Tumi Boicho Keno
জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই লিরিক্স -Jihad Korte Chai Ami Jihad Korte Chai
আমি চাই মানুষের মত লিরিক্স-আইনুদ্দীন আল-আজাদ
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা লিরিক্স-Vule Vule Vore Geche
ও মোর আম্মিজান - O Mor Ammijan
রহমান রাহিম আল্লাহ- Rahman Rahim Allah
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল
মনের মতো গজল | Baby Najnin New Ghous Paak Manqabat | ধন্য মানব জনম | Latest Gojo