গান: দুয়ারে আইসাছে পালকি | Duare Aisache Palki

কাভার শিল্পী: মুনযারীন ইসলাম রামিশা

কথা ও সুর: আব্দুল লতিফ

সম্পাদনা: শামছুল আলম বকুল

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল


দুয়ারে আইসাছে পালকি

নাইয়রি যাও তুলো রে তুলো মুখে

আল্লাহ রসুল সবে বল।

দুয়ারে আইসাছে পালকি

নাইয়রি যাও তুলো রে তুলো মুখে


আল্লাহ রসুল সবে বল।

ও মুখে আল্লাহ রসুল সবে বল।


দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা

তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।

দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা

তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।

তোমার আট কুঠুরী নয় দরজা

বন্ধ যে ঐ হলো

রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল।

দুয়ারে আইসাছে পালকি

নাইয়রি যাও তুলো রে তুলো মুখে

আল্লাহ রসুল সবে বল।

দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা


আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।

দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা

আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।

ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,

দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।

ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,

দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।


ওরে আল্লাহ বীনে মাবুদ নাই রে

জবানে তাই বলও রে

বলো মুখে আল্লাহ রসুল সবে বল।

দুয়ারে আইসাছে পালকি

নাইয়রি যাও তুলো রে তুলো মুখে

আল্লাহ রসুল সবে বল।


দুয়ারে আইসাছে পালকি

নাইয়রি যাও তুলো রে তুলো মুখে

আল্লাহ রসুল সবে বল।

ও মুখে আল্লাহ রসুল সবে বল।

ও মুখে আল্লাহ রসুল সবে বল।

কিছু রাত আছে ভোর হয়না লিরিক্স-Kichu Rat Ache
আকাশে মেঘের দেশে | জাইমা নূর
টাকা নিয়ে ফাটাফাটি গজল - Baby Najnin - Taka O Taka Re - New Official Video
আমি বহু দূরগামী আলো ঝরা পথে - জাইমা নূর
বালাগাল উলা বি কামালিহি | Balagal Ula Bi Kamalihi lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
মুহাম্মাদ সাল্লাল্লাহ Muhammad Sallallah | Abu Ubayda
আপন কেহ নাই-Apon Keho Nai
ওরে কে বলে আরবে নদী নাই | Ke Bole Arobe Nodi Nai সাইমুম শিল্পী গোষ্ঠী
কেমন মানুষ তুমি | Kemon Manush Tumi
গেয়ে যেতে চাই আমি তোমারই গান - জাইমা নূর । Geye jete chai । Jaima Noor