রোজার নতুন গান ছোটদের সেরা রামাদান
গান: সেরা রামাদান
কথা: মুনাওয়ার হাসনাইন
সুর: হাসিনুর রব মানু
শিল্পী: জাইমা নূর | রাফা | সাইফা | মুহান্নি | অন্যান্য
কম্পোজ : জুলকার নাইন
স্টুডিও: ইনোভেশন
সম্পাদনা: শামছুল আলম বকুল
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
এই রমাদান হোক জীবনের
সেরা রমাদান,
প্রভুর রঙে রাঙিয়ে ফের
সজীব করো প্রাণ।
প্রভুর কাছে গুনাহ সকল
নাও করিয়ে মাফ,
রহম চাদর নাও জডিয়ে
ঝেডে সকল পাপ।
পরিশুদ্ধ হয়ে তুমি
গাও তাকোয়ার গান ।।
প্রভুর কাছে ক্ষমা চাওয়ার
শ্রেষ্ঠ সময় এই,
এর চেয়ে আর মর্যাদাবান
মুহুর্ত যে নেই।
হোক রমাদান মাসে তোমার
শ্রেষ্ঠ ইবাদাত,
প্রভুর ধ্যানে তাহাজ্জুদে
কাটাও সকল রাত।
এই মাসেতে করো অর্জন
রাইয়্যানের ঐ ঘ্রাণ ।।
এই রমাদান