শুধু কাগজে লিখিনি নাম তোমার-Priyo Muhammad Lyrics

গায়কঃ আতাউল্লাহ ফয়েজী

গীতিকারঃ সালেহ রশীদ


শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।২


আমরন তা রয়ে যাবে

হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালবাসা ।

বিবর্ন সময়ো মোমিনের, তুমি হলে প্রেমময় ভাষা ।২

দূরদ ও সালামের ফালগু ধারা ।২

চিরদিন ভবে রয়ে যাবে ।

হৃদয়ে লিখিছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।



আমার এই ভাবনার জগৎতে ফুল হয়ে সধা তুমি ফোঁট

পাপে ভরা আধার এই হৃদয়ে আলোকিত ভোর হয়ে উঠো ।২

ভ্রমরেরা গুন গুন গুন জরনে ।২

নাতে রাসূল গেয়ে যাবে ।

হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ ।

আমরন তা রয়ে যাবে ।২



শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ  

আমরন তা রয়ে যাবে ।

আমরন তা রয়ে যাবে ।২

কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video
যেখানেই থাকি আমি যেভাবেই রই Shodachari Hoi | Jaima Noor
তাঁর ভালোবাসা লিরিক্স - Tar Valobasha jodi pete chao Lyrics - আফিফা হাসান রাফা
হে খোদা দয়াময় রহমান রহিম - জাইমা নূর
আমাদের ভালোবাসা ফুল মশগুল লিরিক্স-Amader Valobasa
মাদকের মহামিলন | Madoker Mohamilon lyrics | মাদক বিরোধী গান
রোদের ভেতর ইলশে গুড়ি লিরিক্স-Roder Bhitor Ilshe Guri Lyrics
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
আকাশ হতে চাঁদ নেমেছে । জাইমা নূর । Akash Hote Chad Nemeche। JaimaNoor
তেমন মানুষ মিলবে না আর | Temon Manush | তেমন মানুষ মিলবে না আর | Rafa | Nate Rasul | সাইমুম