ঐ মিনার থেকে মধুর সুরে ডাকছে মোয়াজ্জিন-Salat Gojol Lyrics
গায়কঃ উসমান গনি রেজাউল করিম
কথাঃ আলমগীর হোসেন
সুরঃ শামীম মাহমুদ
ঐ মিনার থেকে মধুর সুরে ডাকছে মোয়াজ্জিন
আয়রে মু'মিন আয়রে মসজিদ সালাতই সঙ্গিন,
সালাত হল মু'মিনেরী শবে মেরাজ
সালাতহীনা বান্দার উপর আল্লাহ্ নারাজ...
ফজরেরী সালাত কেউ করিলে আদায়,
জিম্মাদারি নিবেন তাঁহার আল্লাহ্ তালায়,
রিজিকের ঐ পেরেশানি দূর করিতে
আযান হলে মসজিদে যাও যোহর পড়িতে।।
আসর হলো সুস্থ দেহের মুক্ত দারাজ....ঐ
সালাতহীনা বান্দার উপর আল্লাহ্ নারাজ...
সারা দিনে ব্যাস্ত সময় অবসরে নেই হাত
চিন্তামুক্ত করতে পারে মাগরিবের সালাত
এশা আনে শান্তি ঘুমে তৃপ্তি সহকারে
সাচ্চা মু'মিন কখনো কী সালাত ছাড়তে পারে।।
সালাত হলো ইমানদারের ইমানী সাজ....
সালাতহীনা বান্দার উপর আল্লাহ্ নারাজ..