খোদার কথা মেনে নিলে মন ভালো হয়-Khodar Kotha Gojol Lyrics Abu Ubayda

শিল্পীঃ আবু উবায়দা

সুরঃ আবু উবায়দা

গীতিকারঃ আবু উবায়দা, সালমান হাবিব

সঙ্গীত পরিচালকঃ তানজিম রেজা

রেকর্ড লেবেল: হলি টিউন স্টুডিও


খোদার কথা মেনে নিলে মন ভালো হয়

তার হুকুমের তাবেদারিই মোদের পরিচয়

বজ্রাঘাতে পরে গেলেও তার পথে রব অটুট

ভীষম ক্ষরায় চললে জীবন ভীষম ক্ষরায় চলুক

করেছি শপথ দিয়েছি কথা তারই মতে চলার

পাক কোরানের বানী যেন, হয় কথা বলার

আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু 


মিথ্যে পথে মিথ্যে মতে যতই চলো তুমি

দু 'হাত পেতে ডাকে তোমায় প্রিয় অন্তর জামী

লোভ লালসায় হয় যত না পাগল তোমার মন

খোদা তালা তবু তোমায় ডাকে সারাক্ষন

কেন তবে দূরে সরে রবে তুমি আজ

নাফরমানির কশাঘাতে পরবে ভাজে ভাজ

কর শপথ দাও কথা তারই মতে চলার

পাক কোরানের বানি যেন, হয় কথা বলার

আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু 


এই যে সদা ভুল বিপথে বাড়াও তোমার পা

আর কতকাল এমন করে ভুল পথে হাঁটবা

পাপের প্রতি কেন তোমার এত অনুখন

কেন তোমার সেই সে পথে এত বিচরণ

কেন তবে দূরে সরে রবে তুমি আজ

নাফরমানির কশাঘাতে পরবে ভাজে ভাজ

কর শপথ দাও কথা তারই মতে চলার

পাক কোরানের বানি যেন, হয় কথা বলার

আল্লহু আল্লাহু আল্লাহু আল্লাহু

জায়নামাজে দাঁড়িয়ে রাতে | Jaynamaje dariye rate lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
সালাত - জাইমা নূর Jaima Noor - SALAT
হেরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হায়- জাইমা নূর । Jaima Noor
তোমার নামে তোমার গানে লিরিক্স-Tomar name Tomar gane lyrics
রাহমানুর রাহিম তুমি -জাইমা নূর
কুল আলমের খাজানা - Baby Najnin - Kul Alomer Khazana - New Official Video 2021
বলে টিয়া বলে তোতা-Bole Tiya Bole Tota
আমার আখিঁ ফাকি দিয়ে-Amar Akhi Faki Diye
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী