কথাতে ভুল হলে নিরবে যেও ভুলে-Kothate Vul Hole Lyrics
কথা, সুর, ও কন্ঠ : আবু উবায়দা
কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে
খোপার চুল খুলে
এসো সেদিন।
আবারো ভালবেসো
পরাণ খুলে হেসো
শরমে ঘরে এসো
যে কোন দিন।
স্মরণে আসে যদি
ভালবাসারও নদী
তোমাতে নিরবধী
হব বিলীন।
রোদেলা দুপুরে
খেয়ালি নুপুরে
হেয়ালি টুপুরে
পাশে রবো।
ঝরা পাতার গানে
কড়া ধোঁয়ার ঘ্রাণে
ভরা জোয়ার গাঙ্গে
ভেসে যাবো।
পরশে রেখো পাশে
ভরষে থেকো মিশে
হরশে জীবন আমার
করো রঙিন