মূল শিল্পী : মুহতারাম সাইফুল্লাহ মানছুর
কন্ঠ : আবু উবায়দা
ভিডিও নির্দেশনা : প্রান্তিক দে
ফটোগ্রাফি : সায়েদ আহনাফ জিসান
সাউন্ড ডিজাইন : মাহফুজ আলম
রেকর্ডিং লেবেল : হলি টিউন
পরিচালনা : উবায়দা প্রোডাকশন
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব
শীতের পাতার মত ঝড়ে যায় (২)
কোকিলের কুহু তানে ফাগুন আসে
চৈত্রের কাছে সেও হেরে যায়
শীতের পাতার মত ঝড়ে যায় (ওও)
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব
শীতের পাতার মত ঝড়ে যায় (২)
তবুও এই জীবনকে ফুলে ফুলে সাজাতে
সবার কত আয়োজন
সাজানো খেলা ঘর করে ভেঙ্গে চুরমার
নেমে আসে নিঠুর মরন (২)
সুখের সমাধি গড়ে
আশার তারাগুলো ঝরে পড়ে যায় অবেলায়
শীতের পাতার মত ঝড়ে যায় (ওওও)
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব
শীতের পাতার মত ঝড়ে যায় (২)
তারা গুলো আজ যেন নিভে গেছে সব
নদীগুলো কেন যেনো হয়েছে নীরব (২)
কেন হৃদয় বীণায় আজ সুর আসে না
কেন মনের বেতারে আর গান বাজে না
অদেখার আকুল আঘাতে
মনের তরুণী গেছে তেমে জড়াতে
না দেখে প্রিয় নাবীকে
চোখ দুটো গেছে যেন আঁধারে ঢেকে
কেন মন থেকে আমি কিছু ভাবি না
কেন দৃষ্টি থেকেও আমি কিছুই দেখি না
তারা গুলো আজ যেন নিভে গেছে সব
নদীগুলো কেন যেনো হয়েছে নীরব (২)
কেন হৃদয় বীণায় আজ সুর আসে না
কেন মনের বেতারে আর গান বাজে না
মিছে এই মানুষের এই বন্ধন
মিছে মায়া স্নেহ প্রিতি ক্রন্দন (২)
মিছে এই জীবনের রংধনু সাত রঙ (২)
মিছে এই জয় আর পরাজয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরন একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয় (২)