গায়কঃ গাজী আনাস রওশন
কথা ও সুরঃ মাহমুদ ফয়সাল
মরিলে কান্দিস না,,,,,,,,
মরিলে কান্দিয়া কি হবে (হায়রে)
এক নিমেষেই বন্ধ হবে সকল জারিজুরি
থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি
তুমি,চোখ বুজিলেই যাবে কবরে (হায়রে) ঐ
,,,
সারাজীবন কি করিলা তুমিই ভালো জানো
থাকতে সময় আল্লাহ রাসুল কোরান হাদিস মানো
নামাজ পড়ো,,,,,,
নামাজ পড়ো আল্লাহ ভয়ে
মাপ মিলিবে তবে,,,,,
মরিলে কান্দিয়া কি হবে,,,,,(হায়রে)
,,,
পাপের রঙিন পথে তুমি মগ্ন সারাবেলা
দম ফুরালে কাল হাশরে বুঝলা আসল খেলা
আমলনামা,,,,
আমলনামায় দেখবা তুমি
কি করেছা কবে,,,
মরিলে কান্দিয়া কি হবে(হায়রে)