পথশিশু নয় ওরা ফুলশিশু -Potho Shishu Gojol Lyrics

গায়ক: গাজী আনাস রওশন ও আকসা বিনতে আনাস

গীতিকারঃ ডাঃ শাহীন আরা আনোয়ারী

সুরঃ এস এম মঈন ও ডাঃ শাহীন আরা আনোয়ারী


পথশিশু কান্দে পথে

নেই জীবনের ছন্দ

পথশিশু কান্দে পথে

গায়ে ভীষন গন্ধ।

পেটে কেবল ক্ষুধার জ্বালা

চোখ থাকিতেও অন্ধ।

পথশিশু পথের না হোক 

ফুলশিশু ওরা।

জন্ম ওদের পথের পাশে 

কষ্টে জীবন গড়া। 

নাইরে কোন লেখাপড়া

বস্তি ঝোঁপে কান্দে ওরা।

ভিক্ষার থালা হাতে নিয়ে

পথে পথে ঘোরে।


দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন


রোদে পোড়ে বর্ষায় ভেজে

কান্দে জীবনখানি

বিবেক ক্যনো জাগেনারে 

মুছতে চোখের পানি।

হাতপাতে পেটের জ্বালায়

রাস্তা ঘাটের মোড়ে।

ভিক্ষুক বলে তাড়া খায় 

কেউবা ঘেন্না ছোড়েঁ। 

দুঃখ ওদের আকাশ সমান

ফুলশিশূ হয়নাগো ক্যান 

মণমাঝারে প্রশ্নগুলো

কেবল তাড়া করে।



দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন


ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে

বই তুলে দিন। 

মানুষ রূপে বাঁচার মতন

সুযোগ করে দিন।

পথশিশু পথের নয় 

বুকে তুলে নিন। 

দয়াকরে মাথা গোঁজার 

একটূ ঠাই দিন।

কিছু করলে ওদের জন্য

মিলবে ওগো আসল পুণ্য।  

তাদের দুঃখে হৃদয় মাঝে

হুহু কেনো করে 

মণমাঝারে প্রশ্নগুলো

কেবল তাড়া করে।


দয়া করে ওদের মুখে

খাবার তুলে দিন।

ফুলশিশু বানিয়ে ওদের

বাঁচার সুযোগ দিন

জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
সুবহানআল্লাহ লিরিক্স-Subhanallah Gojol Gazi Anas Rawshan
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম লিরিক্স-Muslim Amar Nam - মুসলিম আমার নাম
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে-Aj Anondo Proti Prane Prane
জন্ম যদি হতো | Jonmo Jodi Hoto | মাহজুবা | Saimum lyrics
ফাটাফাটি হাসির সংগীত । Mr. Chapabaz । মিস্টার চাপাবাজ । Salman Sadi । Kalarab । Bangla Song 2022
এ প্রথম ইসলামী গজলে অভিনয় করলেন মিশা সওদাগর | মইরা গেলে ফিইরা আসেনা
দাজ্জাল রুখো - জাগরণী সংগীত | Dajjal Rukho - Kalarab
আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
ভালোবাসার মতো ভালোবাসলে -Valobasar Moto Valobasle