গায়কঃ গাজী আনাস রওশন
গীতিকারঃ এইচ এম আব্দুল্লাহ আল মামুন
সুরঃ আবুল আলা মাসুম
বড় ছোট সব গুনাহের
হিসেব হবে সকল পাপের
বাদ রবেনা কোন আচার
চক্ষু এবং জিবের বিচার
জাগবে যখন কিয়ামতের
ভয়াবহ অকুল পাথার
আল্লাহুম্মা আজির না মিনান নার
আল্লাহুম্মা আজির নি মিনান নার
মুখে সেদিন রইবে তালা
বন্ধ হবে কথামালা
হিসেব হবে যাররা যাররা
ভাল আমল কিংবা শাররা
দুই ফেরেসতার হিসেব দেখে
সাক্ষ্য নিবে হস্ত ও পা’র
বড় বড় ক্ষমতাধর
পথ পাবেনা পালিয়ে যাবার
মহালিলার হুংকারপূর্ণ
করবে সকল দম্ভ চুর্ণ
সেদিন শুধু বাদশা হবে
ওয়াহিদুল কহহার
মা পালাবে ছেলে থেকে
ভাই পালাবে বোনকে রেখে
মাথার কাছে নামবে সূর্য
বাজবে রবের ক্রুধের তুর্জ
মুমিন জনের সহায় হবেন
গাফুরুগাফ্ফার