সুর ও গায়কঃ সাঈদ আহমদ
গীতিকারঃ আবু বকর
বিশ্বানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন । ২
মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন ।
নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান ।
তাকবির তোলে শিংহসাবক হও তুমি আগোয়ান ।
তোমার বোকে ইমানের বল জবানে আল কোরআন ।
ভয় কাপে কাপুরুষ সব আর নরাদম শয়তান ।
জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান ।
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ।
তুমি সাচ্চা মোসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান । ২
শ্রেষ্ঠ নবীর বেঙ্গ করে পাপিষ্ঠ আর বদ নসীব ।
আমরা তাদের ঘৃনা জানাই ধিকে ধিকে ধিক শতধিক ।
জাতিসংগের কাজ কি তবে ধর্ষক হয়ে থাকবে চুপ ।
সাম্রদায়িক সম্প্রিতি যাচ্ছে ভেঙ্গে পাচ্ছে লোপ ।
আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব ।
তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পরবে ঠিক ।
বয়কট হবে ধিকরিত হবে বিশ্বজোরে নিন্দা কুড়াবে
জাগলে মুসলমান, জাগলে মুসলামন ।
তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান । ২
নিষ্ঠ উধার দয়ার আধার রহমাতুললিল আলআমিন
তার অপমান করছে যারা দুষ্ঠ ইতর অশালিন
যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন ।
তার সানে কেউ বললে কথা মানবে না তা এ জমিন ।
কেউ কথনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন ।
মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দেবে বীর মুমিন ।
ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি ।
জোরে হাকো আজান । জোরে হাকো আজান ।
সাম্প্রতিক মন্তব্য
#আফিফ আহমেদ
অনেক সুন্দর একটা গজল আমি আমার খাতায় লিখলাম আমি একটি অনুস্তানে এটা বলব ইনশাআল্লাহ্#Rayan
I want to get the lyrics of 'ya rasul Allah' by Sayed Ahmed.#ইমরান
প্রিয় ভাই এই গজলটি আমরা কালার টুউনে সেব করতে চাই আই আসা করি অতি সিগ্রই গ্রামিন সিমের জন্য উপজোগি করে আমাদের কে কোড টি যানাবেন যাহাতে আমরা এটা সেব করে সকলকে সুনাতে পারি ধন্যবাদ