সুর ও গায়কঃ সাঈদ আহমদ
গীতিকারঃ আবু বকর
বিশ্বানবীর অপমানে যদি না কাঁদে তোমার মন । ২
মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন ।
নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান ।
তাকবির তোলে শিংহসাবক হও তুমি আগোয়ান ।
তোমার বোকে ইমানের বল জবানে আল কোরআন ।
ভয় কাপে কাপুরুষ সব আর নরাদম শয়তান ।
জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান ।
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ।
তুমি সাচ্চা মোসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান । ২
শ্রেষ্ঠ নবীর বেঙ্গ করে পাপিষ্ঠ আর বদ নসীব ।
আমরা তাদের ঘৃনা জানাই ধিকে ধিকে ধিক শতধিক ।
জাতিসংগের কাজ কি তবে ধর্ষক হয়ে থাকবে চুপ ।
সাম্রদায়িক সম্প্রিতি যাচ্ছে ভেঙ্গে পাচ্ছে লোপ ।
আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব ।
তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পরবে ঠিক ।
বয়কট হবে ধিকরিত হবে বিশ্বজোরে নিন্দা কুড়াবে
জাগলে মুসলমান, জাগলে মুসলামন ।
তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান । ২
নিষ্ঠ উধার দয়ার আধার রহমাতুললিল আলআমিন
তার অপমান করছে যারা দুষ্ঠ ইতর অশালিন
যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন ।
তার সানে কেউ বললে কথা মানবে না তা এ জমিন ।
কেউ কথনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন ।
মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দেবে বীর মুমিন ।
ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি ।
জোরে হাকো আজান । জোরে হাকো আজান ।
আপনার মতামত লিখুন