প্রতিটি মুমিনের রক্ত কনিকায়-Soibona Nobir Opoman Lyrics
গায়কঃ রিফাত রহমান, সিফাত রহমান ও জাহিদুল ইসলাম শাওন
গীতিকারঃ আব্দুল ওয়াদুদ
সুরঃ আহমেদ আবদুল্লাহ
সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান
প্রতিটি মুমিনের রক্ত কনিকায় তোমার প্রেমো সুধা বহমান । ২
তোমার প্রেমের তরে জীবন বিলাবো তবো লুটাতে দিবনা তোমার মান ।
তুমি প্রানের প্রিয় তুমি সবার প্রিয় সবার প্রিয় হাবীব আল্লাহ ।
ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ
ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২
প্রেম সাগরে উঠেছে আছ তুফান ।
শত্রুরা ভেসে জাবে নাস্তানাবুদ হবে খান খান ।
সইবেনা উম্মত প্রিয় নবীজীর অপমান ।
ময়দানে জড় দেখ অগনিত আসেকান ।
তুমি নবী তুমি ধ্যানের ছবি । ২
তুমি নবী আল্লাহর ।
ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ
ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২
আবু তালহার মত হতে পারিনি
পারিনি হতে খুবাইবের প্রান । ২
তোমার মোহাব্বত নাজরানাতে । ২
ধন্য হবো দিয়ে জান কোরবান ।
তুমি নূরের রবী তুমি প্রেমের ছবি । ২
তুমি রাসূল আল্লাহ ।
ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ
ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২