প্রতিটি মুমিনের রক্ত কনিকায়-Soibona Nobir Opoman Lyrics


গায়কঃ রিফাত রহমান, সিফাত রহমান ও জাহিদুল ইসলাম শাওন

গীতিকারঃ আব্দুল ওয়াদুদ

সুরঃ আহমেদ আবদুল্লাহ

সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান


প্রতিটি মুমিনের রক্ত কনিকায় তোমার প্রেমো সুধা বহমান । ২

তোমার প্রেমের তরে জীবন বিলাবো তবো লুটাতে দিবনা তোমার মান ।

তুমি প্রানের প্রিয় তুমি সবার প্রিয় সবার প্রিয় হাবীব আল্লাহ ।


ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ

ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২


প্রেম সাগরে উঠেছে আছ তুফান ।

শত্রুরা ভেসে জাবে নাস্তানাবুদ হবে খান খান ।

সইবেনা উম্মত প্রিয় নবীজীর অপমান ।

ময়দানে জড় দেখ অগনিত আসেকান ।


তুমি নবী তুমি ধ্যানের ছবি । ২

তুমি নবী আল্লাহর ।

ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ

ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২


আবু তালহার মত হতে পারিনি

পারিনি হতে খুবাইবের প্রান । ২

তোমার মোহাব্বত নাজরানাতে । ২

ধন্য হবো দিয়ে জান কোরবান ।


তুমি নূরের রবী তুমি প্রেমের ছবি  । ২

তুমি রাসূল আল্লাহ ।

ফিদাকা আভি ও উম্মিয়া রসূল আল্লাহ

ফিদাকা আভি ও উম্মিয়া হাবিব আল্লাহ । ২

এতিমদের নিয়ে নতুন গজল। Etim Bole Paini Ador। এতিম বলে পাইনি আদর। Bangla ২০২৪
আল্লাহ কাফি- Allah Kafi
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক্স- Dhormer pothe shhid jara amra sei jati lyrics
তাঁর ভালোবাসা লিরিক্স - Tar Valobasha jodi pete chao Lyrics - আফিফা হাসান রাফা
জানাযা নিয়ে হৃদয়স্পর্শী গজল । Janaza । জানাযা । Abu Rayhan Kalarab | Kalarab Gojol
এখানে কি কেউ নেই লিরিক্স - Ekhane Ki Keu Nei Lyrics
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
এলো শবেবরাত -Shabe-E-Barat
দেখার মতো দেখো যদি - Dakar Moto Dako Jodi
তুমি যষ্টি মুকুল লিরিক্সTumi josti mukul lyrics