গায়কঃ জাহিদুল ইসলাম শাওন
গীতিকারঃ সাঈদ উসমান
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২
ওগো আমার মা ও দুঃখিনি মা ।
ভুলতে পারিনা তোমায় ভুলতে পারি না ।
দুঃখ ভুলে মাটির কোলে ভালথেকো মা ।
তুমি ভাল থেকো মা ।
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২
বাবা যখন হারিয়ে গেল কেউ ছিলনা মাগো তোমার ।
বড় কষ্টে বেচে ছিলে মুখটি দেখে শুধু আমার ।
ও দুঃখি মা তোমায় সুখি করা হলো না
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২
জীবন যোদ্ধে লরে ও মা আমার জীনব করলে সুখি
কষ্ট তুমি সইলে সুধু তুমি তো মা জনম দুঃখি । ২
তোমার দুখের ভোজা আমায় বইতে দিলে না । ২
ভুলতে পারি না ।
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২
বড় কষ্টে মাগো তুমি তুলেছিলে আমায় গড়ে
জনম দুঃখি মা তোমারে হারিয়ে খুজি বারে বারে । ২
প্রভুর কাছে অনন্তকাল সুখে থেকো মা । ২
বুলতে পারি না ।
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২
ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না ।
দুঃখ ভুলে মাটির কোলে ভাল থেকো মা ।
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ৩