গায়কঃ জাহিদুল ইসলাম শাওন

গীতিকারঃ সাঈদ উসমান

সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান


ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

ওগো আমার মা ও দুঃখিনি মা ।

ভুলতে পারিনা তোমায় ভুলতে পারি না ।


দুঃখ ভুলে মাটির কোলে ভালথেকো মা ।

তুমি ভাল থেকো মা ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২


বাবা যখন হারিয়ে গেল কেউ ছিলনা মাগো তোমার ।

বড় কষ্টে বেচে ছিলে মুখটি দেখে শুধু আমার ।

ও দুঃখি মা তোমায় সুখি করা হলো না 

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২


জীবন যোদ্ধে লরে ও মা আমার জীনব করলে সুখি

কষ্ট তুমি সইলে সুধু তুমি তো মা জনম দুঃখি । ২

তোমার দুখের ভোজা আমায় বইতে দিলে না । ২

ভুলতে পারি না ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২


বড় কষ্টে মাগো তুমি তুলেছিলে আমায় গড়ে

জনম দুঃখি মা তোমারে হারিয়ে খুজি বারে বারে । ২

প্রভুর কাছে অনন্তকাল সুখে থেকো মা । ২

বুলতে পারি না ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২


ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না ।

দুঃখ ভুলে মাটির কোলে ভাল থেকো মা ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ৩

একা আজ এই কবরে- Aka Aj Ai Kobore
সুমধুর নাতে রাসুল সা. - Muhammad - মুহাম্মদ - Bangla Islamic Song
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
সিলেট নিল বন্যায় ভাসাইয়া-Shylet Nilo Bonnai Vasaiya
তুমি আরশে থাকো প্রভু লিরিক্স-Tumi Aroshe Thako Provu
আমার পৃথিবী আলো ঝলোমল লিরিক্স
পদ্মা মেঘনা যমুনার তীরে লিরিক্স -Aynuddin Al Azad
তোমার রহমের শিশির কনা লিরিক্স - Tomar rohomer shishir kona
দয়ার নবী মায়ার নবী - Baby Najnin - Doyar Nabi Mayar Nabi - Official Video
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না লিরিক্স-Jete Hobe khali hate lyrics