Lyric & Tune : Mohiuddin Khan Noor

Record Label : Holy Tune Studio

Sound Design : Mahfuz Alom

Video Director : Abu Bakar Siddik

আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


যতদিন এই জীবন বীনা বাজিবে

সুপথে চালাও মাফ করে দাও

সুপথে চালাও মাফ করে দাও


তোমাকে না দেখিয়া

নবীকে না চিনিয়া

ঈমান এনেছি তবুও,,,


তোমাকে না দেখিয়া

নবীকে না চিনিয়া

ঈমান এনেছি তবুও,,


এ অছিলায় রহম ও দয়া বিলাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


কউকে সরিনা কাউকে ডরিনা

তোমাতে শির দেই তবুও


কউকে সরিনা কাউকে ডরিনা

তোমাতে শির দেই তবুও


এ অছিলায় বিপদে পার করে নাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


কারো কাছে হারিনা

কারো অনুসারী না

তব দারে হাত পাতি তবুও


কারো কাছে হারিনা

কারো অনুসারী না

তব দারে হাত পাতি তবুও


এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


স্বার্থকে ত্যাগিয়া 

বুকে মোরে আগিয়া

মা বাবা গেলো গোরে চলিয়া


স্বার্থকে ত্যাগিয়া 

বুকে মোরে আগিয়া

মা বাবা গেলো গোরে চলিয়া


এ অছিলায় মা বাবাকে জান্নাতে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও লিরিক্স
বড় ছোট সব গুনাহের হিসেব হবে সকল পাপের লিরিক্স-Hashore | Gazi Anas Rawshan
Hold my hand । Cover Song By Jaima Noor
জীবন বদলে দেওয়া গজলটি শুনুন || Baby Najnin || পৃথিবী || New Official Video 2021
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
মাহে রমজান-Mahe Ramzan
রোজার মজা যে পেয়েছে - Rozar Moja J Peyeche
আছে কিছু মানুষ-Ache Kichu Manush
কুরআন চলার সাথী-Quran Cholar Sathi
আল্লাহ কবুল করে নাও-Allah Kobul Kore Nao