Lyric & Tune : Mohiuddin Khan Noor
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuz Alom
Video Director : Abu Bakar Siddik
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও
তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,,
তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,
এ অছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও
কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও
এ অছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও
কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও
এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
স্বার্থকে ত্যাগিয়া
বুকে মোরে আগিয়া
মা বাবা গেলো গোরে চলিয়া
স্বার্থকে ত্যাগিয়া
বুকে মোরে আগিয়া
মা বাবা গেলো গোরে চলিয়া
এ অছিলায় মা বাবাকে জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও