কথা ও সুরঃ আবু তাহের শাকিল
গায়কঃ হুমায়রা আফরিন ইরা ও আবু তাহের শাকিল
আল্লাহ...আল্লাহ...আল্লাহ...
আল্লাহ তুমি সৃষ্টিকারী
তুমি রহমান
চাওয়ার আগে সব দিয়েছো
ওগো দয়াবান।।
চাচ্চু আমার মধুর সুরে
প্রভুরই গান গায়
চাঁদের হাসি দেখলে আমার হৃদয় ভরে যায়
চাচ্চু চলো আমরা সবাই
তার গুণগান গাই
পরকালে এর উসিলায়
যেন নাজাত পাই
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।
পড়ার সময় পড়তে হবে
খেলার সময় খেলা
বাকী সময় প্রভুর গানে
কাটিয়ে দেবে বেলা
সুখে দুঃখে আল্লাহ ছাড়া
বন্ধু আরতো নাই
চাচ্চু চলো এমন রবের
গাই গুণগান গাই
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।
ভালো কাজে রেখো সদা মন
কর্মে থেকো ব্যস্ত সারাক্ষণ
আল্লাহ যদি আমার সহায় হোন
সত্য পথে থাকবো আমার পণ
ও...ও....ও........
সত্য পথে থাকবো মোদের পণ।।
মা বাবা আর চাচ্চু মিলে
কাটছে সুখে দিন
ভাইকে নিয়ে সারাবেলা
বাজাই খুশির বীণ
প্রতিক্ষণে আমরা সবাই
প্রভুর দয়া পাই
চাচ্চু চলো এমন রবের
গাই গুণগান গাই
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।