কথা ও সুরঃ আবু তাহের শাকিল

গায়কঃ হুমায়রা আফরিন ইরা ও আবু তাহের শাকিল

আল্লাহ...আল্লাহ...আল্লাহ...

আল্লাহ তুমি সৃষ্টিকারী

তুমি রহমান

চাওয়ার আগে সব দিয়েছো

ওগো দয়াবান।। 


চাচ্চু আমার মধুর সুরে

প্রভুরই গান গায়

চাঁদের হাসি দেখলে আমার হৃদয় ভরে যায়

চাচ্চু চলো আমরা সবাই 

তার গুণগান গাই

পরকালে এর উসিলায়

যেন নাজাত পাই

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।


পড়ার সময় পড়তে হবে

খেলার সময় খেলা

বাকী সময় প্রভুর গানে 

কাটিয়ে দেবে বেলা

সুখে দুঃখে আল্লাহ ছাড়া

বন্ধু আরতো নাই

চাচ্চু চলো এমন রবের 

গাই গুণগান গাই

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।


ভালো কাজে রেখো সদা মন

কর্মে থেকো ব্যস্ত সারাক্ষণ 

আল্লাহ যদি আমার সহায় হোন

সত্য পথে থাকবো আমার পণ

ও...ও....ও........

সত্য পথে থাকবো মোদের পণ।।


মা বাবা আর চাচ্চু মিলে 

কাটছে সুখে দিন

ভাইকে নিয়ে সারাবেলা 

বাজাই খুশির বীণ

প্রতিক্ষণে আমরা সবাই 

প্রভুর দয়া পাই

চাচ্চু চলো এমন রবের

গাই গুণগান গাই

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।।

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী-Allah Tumi Sristikari
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal
শুনো মুমিন মুসলমান । Shuno Mumin Musolman Lyrics । Muhammad Badruzzaman
Madina Madina I শ্রুতিমধুর গজল I Students of Kalarab Sylhet
একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে - Kono Ekdin Edesher Akashe
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু - Allahu Allahu Tumi Jalle Jalalu | Jaima Noor
প্রতিদিন সারারাত ঘুম আসেনা || Baby Najnin | New Islamic Gojol 2021| নিউ গজল
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ লিরিক্স-AMRA CHORAI PHULER GHRAN LYRICS