কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম
অন্ধকারে আজান দিয়ে ভাংলো ঘুমঘোর
আলোর অধিক চাঁদ এনেছি, রাত করেছি ভোর
এক সমান করেছি ভেঙ্গে উচ্চ- নীচ তামাম
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম
চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত
মন্থন করেছি সাগর নহর সিন্ধু হ্রদ
বয়েছি আফ্রিকা ইউরোপে আমারই তাঞ্জাম
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম
পাক মুলুকে বসিয়েছি সোনার মসজিদ
জগৎ শত্রু পাপীদেরকে পিইয়েছি তৌহিদ
বিরান - বনে রচেছি যে হাজার নগর গ্রাম
সাম্প্রতিক মন্তব্য
#Gowhar Aziz
Alhamdulillah