গায়কঃ আরিফ আরিয়ান

গীতিকারঃ সাইফ সিরাজ

সুরঃ আবু রায়হান

রেকর্ডিস্টঃ মাহফুজ আলম


পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও

কঠিন হৃদয় কোমল করে আমাকে সাজাও

পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও

কঠিন হৃদয় কোমল করে আমাকে সাজাও


ও মালিক তুমি ও খালিক তুমি

ও মালিক তুমি ও খালিক তুমি

চোখের জ্বলে গুনাহ ধুয়ে

আপন করে নাও

আপন করে নাও


পাপের বোঝা বহন করে তোমায় ভুলে যাই

সরল পথে আমায় রেখো মিনতি জানাই

পাপের বোঝা বহন করে তোমায় ভুলে যাই

সরল পথে আমায় রেখো মিনতি জানাই


ও রাহিম তুমি ও গাফুর তুমি

ও রাহিম তুমি ও গাফুর তুমি

তোমার নামের গুনে আমায় তুমি

ক্ষমা করে দাও

ক্ষমা করে দাও


তোমার খাটি গোলাম হতে মন যে আমার চায়

কুমন্ত্রণায় আবেগ হারায় মনবি পথে যায়

তোমার খাটি গোলাম হতে মন যে আমার চায়

কুমন্ত্রণায় আবেগ হারায় মনবি পথে যায়


ও হাযির তুমি ও নাযির তুমি

ও হাযির তুমি ও নাযির তুমি

ইবলিসি ফাঁদ হতে মাবুদ

আমাকে বাঁচাও

আমাকে বাঁচাও


পাথর মনে ভয় জাগেনা ভয় জাগিয়ে দাও

কঠিন হৃদয় কোমল করে আমাকে সাজাও


ও মালিক তুমি ও খালিক তুমি

ও মালিক তুমি ও খালিক তুমি

চোখের জ্বলে গুনাহ ধুয়ে

আপন করে নাও

আপন করে নাও

দাও খোদা দাও আমায় আবার লিরিক্স-dao khoda dao Lyrics
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
কথায় কাজে মিল দাও আমায় লিরিক্স - Kathay Kaje Mil Dao Amay Lyrics
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই | Swapno Choriye Daw lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
বুলবুলি তুই কোথায় পেলি | Bulbuli Tui | Shahi & Rafi
মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো-Ma Amake Deke Dio
এ প্রথম ইসলামী গজলে অভিনয় করলেন মিশা সওদাগর | মইরা গেলে ফিইরা আসেনা
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স