গায়ক: মুনাইম বিল্লাহ
এইচ আল বান্না দ্বারা পরিচালিত
লিরিক, সুর মাহফুজ বিল্লাহ শাহী
কালিমা পড়তে একই রকম
হরফে উচ্চারণে
তোমার আমার কালিমা তফাৎ
বিশ্বাসের কারণে।।
তোমার কালিমা জিকিরে ফিকিরে
কালবে রাখাই ঈমান
আমার কালিমা একটি রবের
গোলামী করাই বিধান
তোমার কালিমা আপোষে মুক্ত
আমার মৃত্যু পণে।।
কালিমা যখন স্বার্থলোভীর নজর বন্দী হয়
ভিক্ষাবৃত্তি সুর হয়ে সে রাস্তায় পড়ে রয়
কালিমা যখন পৃথিবী শাসন করে সে দিবস রাত
পুরোটা জমিন এক হয়ে যায় থাকে না বিসম্বাদ।।
কালিমা পড়ার শক্তি রয়েছে
বোঝার শক্তি নাই
ওমর বংশী হয়েও তাইতো
লাঞ্ছিত আমরাই
ভাইয়ে ভাইয়ে করি ঝগড়া বিবাদ
সম্প্রীতি নেই মনে।।