গায়কঃ শাফিন আহমেদ

গীতিকারঃ হোসেন নূর

সুরঃ আবু রায়হান

এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়

কি জন্য ভবে এসেছি

এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়

কি জন্য ভবে এসেছি

কিসের পিছে হায় ঘুরছি মিছে

কাকে হায় ভালোবেসেছি


উত্তর খুঁজি আমি উত্তর খুঁজি

কেন হায় অবেলায় ভেসেছি


আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা

আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা


আমার ফেলে আসা দিন গুলোতে

শত ভুলের নদী যাচ্ছে বয়ে

কি পাওয়ার ছিলো রয়েছে বা কি?

দুটানা এ মন ছিলো কোন প্রলয়ে

আমার ফেলে আসা দিন গুলোতে

শত ভুলের নদী যাচ্ছে বয়ে

কি পাওয়ার ছিলো রয়েছে বা কি?

দুটানা এ মন ছিলো কোন প্রলয়ে


যেথায় শূণ্য বুকে কান্নার ঢেউ

সেথায় কেন আমি হেসেছি


আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা

আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা


সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি

অন্য রকম এই মুখোস আমার

নিজের সাথে দিয়েছি ফাঁকি

পাইনি খুঁজে কভু উপায় থামায়

সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি

অন্য রকম এই মুখোস আমার

নিজের সাথেই দিয়েছি ফাঁকি

পাইনি খুঁজে কভু উপায় থামায়


যেথায় কাছে যাওয়া ছিলো বারণ

সেথায় কেন আমি ঘেঁষেছি


আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা

আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা


আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা

ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা

পথশিশুদের নিয়ে গান । Bondho Duar । খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics
মনের মতো গজল | Baby Najnin New Ghous Paak Manqabat | ধন্য মানব জনম | Latest Gojo
রমজানের নতুন গজল ২০২৩-new ghazal of ramadan-2023
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা Ma- go Nawshad Mahfuz
হৃদয় মাঝে মালা গাঁথি -Hridoy Majhe Mala Gathi
কবরের আযাব যে এত কঠিন লিরিক্স- Koborer ajab je koto kothin lyrics
হৃদয় বীণা তোমার নামে তাসবী জপে শুধু লিরিক্স-Hridoybina Gojol by Humayra Afrin Era
মুমিন হৃদয়ে চাদঁ উঠেছে লিরিক্স-Momin Hridoy Chad Utheche