গায়কঃ শাফিন আহমেদ
গীতিকারঃ হোসেন নূর
সুরঃ আবু রায়হান
এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়
কি জন্য ভবে এসেছি
এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায়
কি জন্য ভবে এসেছি
কিসের পিছে হায় ঘুরছি মিছে
কাকে হায় ভালোবেসেছি
উত্তর খুঁজি আমি উত্তর খুঁজি
কেন হায় অবেলায় ভেসেছি
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
আমার ফেলে আসা দিন গুলোতে
শত ভুলের নদী যাচ্ছে বয়ে
কি পাওয়ার ছিলো রয়েছে বা কি?
দুটানা এ মন ছিলো কোন প্রলয়ে
আমার ফেলে আসা দিন গুলোতে
শত ভুলের নদী যাচ্ছে বয়ে
কি পাওয়ার ছিলো রয়েছে বা কি?
দুটানা এ মন ছিলো কোন প্রলয়ে
যেথায় শূণ্য বুকে কান্নার ঢেউ
সেথায় কেন আমি হেসেছি
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি
অন্য রকম এই মুখোস আমার
নিজের সাথে দিয়েছি ফাঁকি
পাইনি খুঁজে কভু উপায় থামায়
সুখের চাদরে গায়ে মিথ্যে হাসি
অন্য রকম এই মুখোস আমার
নিজের সাথেই দিয়েছি ফাঁকি
পাইনি খুঁজে কভু উপায় থামায়
যেথায় কাছে যাওয়া ছিলো বারণ
সেথায় কেন আমি ঘেঁষেছি
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা
আল্লহুম্মা ইন্নি আছ আলুকাল হুদা
ওয়াত্তুক্ব ওয়াল আফাফা ওয়াল গিনা