গায়কঃ মুহাম্মদ বদরুজ্জামান
কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ
বিশ্বাস মুমিনের বড় সম্বল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
দিনের পথে চলতে হলে অবিচল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
ঈমানের দাবী রাখা
দ্বীনদারী শুধু নয়
প্রতিনিয়ত কাজ কর্মে
দিতে হয় তার পরিচয়
দেহজুড়ে নিঃশ্বাস যেমনি রাখে প্রাণ
দেহজুড়ে নিঃশ্বাস যেমনি রাখে প্রাণ
মুমিনের বিশ্বাস ঠিক অবিকল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
গোলকের ধাঁধা আকা
জিন্দেগীর যত পথ
সে পথে তোমার বুকে বিশ্বাস
সবচেয়ে বড় হিম্মত
হৃদয়ে সাজাও আজ ঈমানের কারুকাজ
হৃদয়ে সাজাও আজ ঈমানের কারুকাজ
বিশ্বাস জ্যুতিতে হও সুবিমল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
বিশ্বাস মুমিনের বড় সম্বল
দিনের পথে চলতে হলে অবিচল
বিশ্বাস মুমিনের বড় সম্বল