গায়ক: দিলোয়ার হোসেন, আরাফাত হোসেন, বুরহান উদ্দিন মামুন, ওসমান গনি, জাবের আহমেদ।
কথা ও সুরঃ আহমেদ আবদুল্লাহ
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
লক্ষ তারার মত তুমি জ্বলছো এই অন্তরে
আমি পথ খোঁজে নেই সেই আলোতে গহীন আঁধারে
লক্ষ তারার মত তুমি জ্বলছো এই অন্তরে
আমি পথ খোঁজে নেই সেই আলোতে গহীন আঁধারে
মন জুড়ে তাই তোমায় পাওয়ার অসীম বাসনা
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে
কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে
মন তোমাকে খোঁজে কত সপ্নের আলিঙ্গনে
কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে
অবুঝ এ মন তোমায় ছাড়া কিছুই বুঝে না
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা