কথা, সুর ও কন্ঠ- আহমেদ আবদুল্লাহ
সাউন্ড ডিজাইন- আমিনুল ইসলাম মামুন
দিবস রজনীতে শূন্য বুকে
তোমারি অনুভবে হৃদয় কাঁদে
দিবস রজনীতে শূন্য বুকে
তোমারি অনুভবে হৃদয় কাঁদে
তোমারি কুলে শুয়ে শাহে মাদিনা
তুমি ছাড়া তাই, কিছুতো খুজিনা
মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা
নবীকে পেয়ে হলে ধন্য তুমি
কার ছোঁয়াতে হলে শ্রেষ্ঠ ভূমি
নবীকে পেয়ে হলে ধন্য তুমি
কার ছোঁয়াতে হলে শ্রেষ্ঠ ভূমি
অনুরাগে প্রেম ডোরে আমার
অনুরাগে প্রেম ডোরে আমার
বাধনা মাদিনা বাধনা
মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা
মুক্তির বাণী কে শুনালো
আঁধারে আলো কে জ্বালালো
আমি থমকে থমকে ভাবি
বিশ্যয় থেমে থাকি
কি হতো রাসূল না এলে
তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি
মন বসেনা কাজে দিন-রজনী
তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি
মন বসেনা কাজে দিন-রজনী
নিরবধি প্রাণ খুঁজে মরে
নিরবধি প্রাণ খুঁজে মরে
আঙ্গিনা মাদিনার আঙ্গিনা
মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা, মাদিনা