আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা-Ami Khudro Tai Lyrics

গায়কঃ হুজাইফা ইসলাম

কথা ও সুরঃ এম কামরুজ্জামান

আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা

ওগো মহা মহিয়ান

তুমি সবখানে বিরাজমান

তুমি সবখানে বিরাজমান,

আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা

ওগো মহা মহিয়ান

তুমি সবখানে বিরাজমান

তুমি সবখানে বিরাজমান।


পাহাড় সাগরে নদীর কল্লোলে

ঝর্নার নুপুরে বাতাসের হিল্লোলে,

পাহাড় সাগরে নদীর কল্লোলে

ঝর্নার নুপুরে বাতাসের হিল্লোলে,

কোকিল পাপিয়া বিহকের কন্ঠে

শুনি তোমার গুনো গান,

তুমি সবখানে বিরাজমান

তুমি সবখানে বিরাজমান।


গ্রহ রবি, তারকা পুন্জে

সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে

ধূসর মরু তপ্ত বালুকায় 

দেখি সদা তোমার শান 

তুমি সবখানে বিরাজমান।

মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
মা গো আমার অনেক কিছু | Mago Amar Onek Kichu | সাইমুম শিল্পী গোষ্ঠী
Bangali Musolman I বাঙ্গালী মুসলমান I জাগ্রত কবি মুহিব খান
থাকতে জীবন মন ভাব ওরে - Thakte Jibon Mon Vab Ore
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
Jaima Noor: Don`t Sleep More
হৃদয় ছোঁয়া নতুন ইসলামি গজল। Biday। বিদায়। Qari Abu Rayhan। New Islami Gojol। Holy Tune
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics
Golap Nilam | হৃদয় ছোঁয়া নাতে রাসুল | গোলাপ নিলাম গাঁদা নিলাম | Abu Ubayda
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani