আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা-Ami Khudro Tai Lyrics
গায়কঃ হুজাইফা ইসলাম
কথা ও সুরঃ এম কামরুজ্জামান
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা
ওগো মহা মহিয়ান
তুমি সবখানে বিরাজমান
তুমি সবখানে বিরাজমান,
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা
ওগো মহা মহিয়ান
তুমি সবখানে বিরাজমান
তুমি সবখানে বিরাজমান।
পাহাড় সাগরে নদীর কল্লোলে
ঝর্নার নুপুরে বাতাসের হিল্লোলে,
পাহাড় সাগরে নদীর কল্লোলে
ঝর্নার নুপুরে বাতাসের হিল্লোলে,
কোকিল পাপিয়া বিহকের কন্ঠে
শুনি তোমার গুনো গান,
তুমি সবখানে বিরাজমান
তুমি সবখানে বিরাজমান।
গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায়
দেখি সদা তোমার শান
তুমি সবখানে বিরাজমান।