গায়ক: মুনাইম বিল্লাহ

লিরিক - রকিবুল আহসান মিনার

একাকি গহীন মনে কে ডাকে আমায়

ঘুমে থাকা যে  হলো দায়,

চোখ মেলে চেয়ে দেখি রাতের শেষে

ফজরের আযান হয়ে যায়।


হ্যাইয়ালাস সালাহ্

হ্যাইয়ালাল ফালাহ্

ঐ দূর মিনারে কে ডেকে যায়...ঐ

 

অলস ধ্যানে পাপী মনটা বলে

আরো কিছু ক্ষণ পরে উঠা যায়,

আযানের পর থাকে কিছু সময়

এই ভেবে পূণরায় ঘুম চোখে পায়।


হ্যাইয়ালাস সালাহ্

হ্যাইয়ালাল ফালাহ্

ঐ দূর মিনারে কে ডেকে যায়...ঐ


হেলায় ফেলায় কত এমনি করে

ক্বাযা হয়ে গেলো নামায ফজর

দুর্বল ঈমানেই হয়ে গেলো ভোর

কাটেনি কভু আর মনের ওজর


জেগে ওঠো ঈমানী শক্তিতে 

অজু করে ছুটে চলো মাসজিদে 

 শয়তান পরাজিত হলে ফজরে 

দিনটা পরিণত হবে ঈদে 


হ্যাইয়ালাস সালাহ্

হ্যাইয়ালাল ফালাহ্

প্রভুর ডাকে এসো দিয়ে যাও সাঁয়...ঐ

নিঠুর নদীর বানের জল, কেনো এমন হলি রে বল | আবু উবায়দা | NITHUR JOLER GANG | ABU UBAYDA
এলো শবেবরাত - Elo Shab-E-Barat
জনম দুঃখী মা কে নিয়ে গান | মায়ের কান্দন | আবু উবায়দা | Mayer Kandon
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স
একটি বছর পরে আবার লিরিক্স- Ekti bochor pore abar lyrics
কালজয়ী সেরা গান। Salam Salam Hajar Salam। সালাম সালাম হাজার সালাম। Hujaifa Islam। Best Bangla Song
সম্মান লিরিক্স-Somman Lyrics
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স -Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics
আমার প্রিয় বাবা আমি লিরিক্স-Notun Chader Hasi Lyrics