মেঘের পাখায় ভর করে এলোরে রমজান
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মসিউর রহমান
গায়িকা: হুমায়রা আফরিন ইরা, নুসরাত জেরিন
মেঘের পাখায় ভর করে
এলোরে রমজান
নীল দরিয়া পাড়ি দিয়ে
এলো সিয়ামের চান
এলো সিয়ামের চান।।
রহমত বরকতের খবর নিয়ে
মাগফিরাত নাজাতের জানান দিয়ে
ঘরে ঘরে আনন্দ বার্তা নিয়ে ঐ
এলোরে রমজান।।
রমজান এলে সিয়াম পালন করো
পরহেজগারির সুন্দর এ পথ ধরো।।
খোদার ভয়ে কোরান তোলো বুকে
রবকে স্মরণ রেখে তুমি চলো সম্মুখে
পাক সিয়ামের নেকির জাযা
আল্লাহ করেন দান
আল্লাহ করেন দান।।