আমার প্রিয় বাবা আমি-Notun Chader Hasi Lyrics
গীতিকারঃ আবু সালমান মোঃ আম্মার
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়কঃ আব্দুল আউয়াল ও হুমাইরা আফরিন ইরা
সাউন্ড ডিজাইনঃ আলাপন মিউজিক ল্যাব
আমার প্রিয় বাবা আমি
অধীর হয়ে থাকি
নীল সুবিশাল আকাশ পানে
দৃষ্টি মেলে রাখি
ওই যে দূরের নতুন সে চাঁদ
দেখবে তুমি নাকি?
রমজানের ওই রোজার তবে
নেই যে বুঝি বাকী !
নেই যে বুঝি বাকী !
রোজার কি শান বলবে আমায়
প্রভুর কাছে কি মান?
রাখলে রোজা হয় যে ভারী
রোজাদারের ঈমান ৷
রাখবো রোজা আমিও যে
জাগাবে না মা কি?
জাগাবে না মা কি?
পিপাসা আর ক্ষুধায় কাতর
হবো না যে কভু
রাখলে রোজা বিনিময়ে
রহম দিবেন প্রভু
তবে কেন ভাংবো রোজা
হয় কি কভু তা কি?
হয় কি কভু তা কি?
কি যে খুশি আছে বলো
রোজাদারের তরে?
প্রভুর দিদার আর নিয়ামত
ইফতারীর আসরে ৷৷
সেই সে রোজার রহমধারা
জীবন জুড়ে মাখি ৷
জীবন জুড়ে মাখি ৷
রোজার মানে শুধুই কি হায়
নিজকে উপোস রাখা?
প্রভুর কাছে ক্ষমা চেয়ে
ন্যায়ের পথে থাকা ৷৷
আল্লাহ তায়ালা দিবেন তবে
কাউসারের-ই সাকী ৷
কাউসারের-ই সাকী ৷৷