আমার প্রিয় বাবা আমি-Notun Chader Hasi Lyrics

গীতিকারঃ আবু সালমান মোঃ আম্মার

সুরঃ এস এম মঈনুল ইসলাম

গায়কঃ আব্দুল আউয়াল ও হুমাইরা আফরিন ইরা

সাউন্ড ডিজাইনঃ আলাপন মিউজিক ল্যাব


আমার প্রিয় বাবা আমি

অধীর হয়ে থাকি

নীল সুবিশাল আকাশ পানে

দৃষ্টি মেলে রাখি 


ওই যে দূরের নতুন সে চাঁদ

দেখবে তুমি নাকি?

রমজানের ওই রোজার তবে

নেই যে বুঝি বাকী !

নেই যে বুঝি বাকী !


রোজার কি শান বলবে আমায়

প্রভুর কাছে কি মান?

রাখলে রোজা হয় যে ভারী

রোজাদারের ঈমান ৷

রাখবো রোজা আমিও যে

জাগাবে না মা কি?

জাগাবে না মা কি?


পিপাসা আর ক্ষুধায় কাতর

হবো না যে কভু

রাখলে রোজা বিনিময়ে

রহম দিবেন প্রভু

তবে কেন ভাংবো রোজা

হয় কি কভু তা কি?

হয় কি কভু তা কি?


কি যে খুশি আছে বলো

রোজাদারের তরে?

প্রভুর দিদার আর নিয়ামত

ইফতারীর আসরে ৷৷

সেই সে রোজার রহমধারা

জীবন জুড়ে মাখি ৷

জীবন জুড়ে মাখি ৷


রোজার মানে শুধুই কি হায়

নিজকে উপোস রাখা?

প্রভুর কাছে ক্ষমা চেয়ে 

ন্যায়ের পথে থাকা ৷৷

আল্লাহ তায়ালা দিবেন তবে

কাউসারের-ই সাকী ৷

কাউসারের-ই সাকী ৷৷

চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়-chader buri chorka kate chaderi dolay
হৃদয় ছোঁয়া মায়ের গজল I O Ma Amar I ও মা আমার
আমার জীবন শূন্য করে মায়ার বাঁধন ছিন্ন করে Amar Jibon Shunno Kore
হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান লিরিক্স-He jubok tumi bangali how lyrics
কার কতটা ঈমান আছে লিরিক্স -Kar Kotota Iman Ache lyrics
খুব সকালে তোমার কাছে লিরিক্স -Khub Sokale tomar kachhe Lyrics
অনুতাপের অশ্রু জলে লিরিক্স-Anutaper Osru
তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে-tomar doa ase khoda jani sokol dike
হে খোদা মোর হৃদয় হতে লিরিক্স -He Khoda Mor hridoy hote
কুরবানী কুরবানী - Eid-Ul-Azha Song