শিল্পীঃ মুনাইম বিল্লাহ
লিরিক আবু সালমান এমডি আম্মার
সুরঃ আহমেদ আব্দুল্লাহ
রেকর্ড: ইনফিনিটি রেকর্ড।
সাউন্ড ডিজাইনঃ তানজিম রেজা
পরিচালকঃ তাহসীন
আয় সবে আয় ভুলবো আজি
মতভেদ ঐ অন্তরের,
আলীয়া হোক, কওমী কিবা
ঈমানদার ঐ প্রান্তরের।
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
আয় আজি এই রমজানে,
দে ছেড়ে দে সেই ফতোয়া
"ইমাম সাহেব কম জানে" ।।
তারাবীতে বিশ রাকাত আর
হোকনা কোথাও আট রাকাত,
মাসজিদে তুই নে ডেকে নে
হোক সে যতোই চোর ডাকাত ।
নিয়্যত কি তোর মনের ভেতর
মহান প্রভু সব জানে ।।
পেছনে আর নয় যে গীবত
ভুল হলে চাই এহতেসাব,
দুখীর তরে দে রে যাকাত
পূর্ণ যখন হয় নেসাব ।
দে বিলিয়ে যা আছে তোর
নিজের তরে 'কম' যা- নে ।।
সাম্প্রতিক মন্তব্য
#Monir
আমার ভালো লাগে