মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে-Mumin Hridoye Chad Utheche

গায়কঃ সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হান

গীতিকারঃ তানভীর আজিজ সাকিব

সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান


রমজানুল …মোবারক…

আ… আ…আ…

ও……ও……ও……-

চাঁদ ওঠেছে, চাঁদ ওঠেছে

মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে


“মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে

হয়েছে আলোয়েয় রঙিন

কুর-আন নাজীলের মাস এসেছে,

এসেছে শান্তির দিন”

“আমল বাড়াবে সবে,

ঈমান সতেজ হবে।”

রহম দিবেন রহমান…


রমজান রমজান,

“এসেছে আবার রমজান”

রমজান রমজান,

“এসেছে আবার রমজান”


“সারাটা বছর করেছি বিফল

দেখেনি কুর-আন মাসজিদ

হুকুম না মেনে ভাবি হয়েছি স্বফল

ছাড়িনি অমান্যের গীদ”

আজ পিছন ভুলিয়ে সবে

ক্ষমা নিতে হবে

পিছন ভুলিয়ে সবে

ক্ষমা নিতে হবে

নাজাত দিবেন রহমান


রমজান রমজান,

“এসেছে আবার রমজান”

রমজান রমজান,

“এসেছে আবার রমজান”


রমাদন… রমাদন…

রমাদন… রমাদন…


“গুনাহে জীবন করেছি আঁধার

হয়েছি খুভি গাফিল

আলোহিন পথে শোফে দিয়েছি আমার

হারিয়ে যাওয়ার এই দিন”

আজ জীবন রাঙিয়ে তুলে

নূরের দুয়ার খুলে

জীবন রাঙিয়ে তুলে

নূরের দুয়ার খুলে

ক্ষমা দিবেন রহমান


রমজান রমজান,

“এসেছে আবার রমজান”

রমজান রমজান,

“এসেছে আবার রমজান”

খুশির আজ রঙ লেগেছে আকাশে চাদ উঠেছে লিরিক্স
জান্নাতি সুখ যদি চাও গো হাশোরে-jannati sukh jodi chao go hashore
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর লিরিক্স-Tomer sistri jodi hoy eto sundor Lyrics
মরতেই হবে যখন লিরিক্স Mortei Hobe Jokhon Lyrics
পারবিনে তুই রাখতে রোজা লিরিক্স- Parbine Tui-Humayra Afrin Era
প্রভু তুমি বলেছো রাসুল দেবে না লিরিক্স | Provu Tumi Bolecho Rasul Debe Na Lyrics
কালজয়ী সেরা গান। Salam Salam Hajar Salam। সালাম সালাম হাজার সালাম। Hujaifa Islam। Best Bangla Song
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
মাহে রমজান তোমাকে সালাম-Mahe Ramzan Tomake Salam
এখনো সময় আছে লিরিক্স - Ekhono Somoy Ache Lyrics