গায়ক: হোসেন আদনান, মাহফুজুল আলম, হাসান মাহদি ও তাওহিদ জামিল
গীতিকারঃ সোহেল রানা আশিক
“অনাবিল শুখের পরশে হাসছে হৃদয় পাড়া
মুমিনের অন্তর খুশিতে আজ যেনো মাতোয়ারা”১
পাপি যত পাপ থেকে দূরে থাকি
রমাদন এলো ফিরে সিয়াম রাখি
সিয়ামের প্রতিদান দেবে রহমান অফুরান
“রমাদান ইয়া রমাদান
রমাদান ইয়া রমাদান”
“রহম নাজাত আর মাগফিরাতের দিল
ফির এলো রমাদনে।
হাজার বছেরর শ্রেষ্ঠ রজনী
আবার এলো জীবনে”
কুর-আন নাজীলের মাস এলো রমাদন,
পরম প্রাপ্তি ফিরে এলো।
“রমাদান ইয়া রমাদান
রমাদান ইয়া রমাদান”
“অন্তরে তাকওয়া তাওবা করে
অতিতের পাপ ক্ষমা চাই,
রহমের দার খুলে দিবেন প্রভু
ঝরে তা হৃদয়ের সিমায়”
সিয়াম সাধনার মাস এলো রমাদন
পরম প্রাপ্তি ফিরে এলো
“রমাদান ইয়া রমাদান
রমাদান ইয়া রমাদান”
রমাদান ইয়া রমাদান
রমাদান ইয়া রমাদান