আজকের পৃথিবী তুমিময় হে রাসুল - Tumimoy He Rasul Lyrics

কথা ও সুরঃ ইসহাক আলমগীর

গায়কঃ গাজী আনাস রওশন

সাউন্ড ডিজাইনঃ সালমান সাদিক সাইফ

প্রযোজক ও পরিচালকঃ গাজী আনাস রওশন


আজকের পৃথিবী তুমিময় হে রাসুল!

মুনাফিক-বেদ্বীনেরা দেখেই অবাক

তোমার নাতের সুর বাজে আহা কী মধুর

ওয়ারাফা'না লাকা যিকরাক...... (৩বার)


তুমি এসেছিলে

ভালোবেসেছিলে

সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে

মানবতা দিয়ে

প্রেম সুধা পিয়ে

ফেরালে যারা ছিলো ঘোর বিপাকে---(২বার)


তুমার আহবানে

সুরেলা গানে গানে

সত্যেরা একসাথে বেঁধেছিলো ঝাঁক।ঐ


তুমি এলে বলে 

উঠছিল জ্বলে

আলোহীন পৃথিবীতে আলোর বাতি

আলো পেয়েছিলো

জ্ঞান শিখেছিলো

আরব, প্যারিস কিবা রোমের জাতি--(২ বার)


মূর্খ অসভ্য বর্বর জাতীকে

তুমি দিয়েছিলে সভ্যতার সবক।ঐ



এখনও কোটী কোটী তোমার আশিক উম্মাত-

জান দিতে প্রস্তুত তোমার তরে,

একবার এসে দেখো জিকরে মুহাম্মাদ, 

আজো বাজে মুমিনের ঘরে ঘরে---

থাকতে দেহে প্রাণ 

তোমারই সম্মান

লুটাতে দেবো না কসম খোদার

প্রয়োজনে এ জীবন 

তোমারই কদমে

নাজরানা দিতে রাজি সহস্র বার--

(২ বার)


তোমার তরে রাসুল

করো তুমি কবুল

মা বাবা আমার সব ফিদা হয়ে যাক।ঐ

এই রমাদান হোক জীবনের সেরা রমাদান -Sera Ramadan | Jaima
আমার কাবা আমার আকা-Amar Kaba Amar Aqa
Kobul Koro Sijda। কবুল করো সিজদা। Holy Tune। New Song
আমার দিল বাগিচার ফুল-Amar Dil Baguchar Ful
হৃদয় ছোঁয়া নতুন ইসলামি গজল। Biday। বিদায়। Qari Abu Rayhan। New Islami Gojol। Holy Tune
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
পারবিনে তুই রাখতে রোজা লিরিক্স- Parbine Tui-Humayra Afrin Era
কবর পথের যাত্রী তুমি Kobor Pother Jatri Tumi
Jaima Noor: Don`t Sleep More
মাগো আমি করবো আদায় - লিরিক্স