ওগো কামলিওয়ালা নবী সাল্লে আলা-Ogo kamliwala Gazi Anas Rawshan

গীতিকারঃ সাদেক হোসেন

গায়কঃ গাজী আনাস রওশন

সহশিল্পীঃ রায়হান সিদ্দিকী, আবির মোহাম্মদ রওশন, আব্দুল আজিজ, আরফিন সাইদ, ফাহিম মোহাম্মদ, তৌকির আহমেদ ফারদিন, মনিরুল ইসলাম লাবিব, সোহাগ, আবু বকর মোহন, তাহমিদ


ওগো কামলিওয়ালা নবী সাল্লে আলা

তোমারি নামে, তোমারি শানে,

গাইব যে গান মোরা, গাইবো যে গান

ওগো কামলিওয়ালা, নবী সাল্লে আলা


আনিলেন যিনি সত্য বাণী

মায়ের আঁচল জুড়ে, 

ফুলের সুবাস হয়ে

অন্ধ পথেরি কাটা হতে, 

তাদের আলোর পথে আনিতে ফিরিয়ে

আলোর পাখি তিনি সর্ব সেরা


যার আগমনে ফুল ফুটেছে

ঐ মরুর বুকে সারা বিশ্বজুড়ে

আরব শহরের কোনে কোনে

সবার মনে-মনে খুশির  ঝরনা ঝড়ে

তারে পেয়ে হলো ধন্য ধরা।

আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার | TAKBIR | ALLAHU AKBAR | সাইমুম
ঈদুন সাইদ । Eidun Saeed । Jaima Noor
অন্তর কাঁপানো একটি গজল। Baby Najnin। দাই হালিমার কান্না
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics
তোরা মার্কিনী সেই পণ্য-জাগ্রত কবি মুহিব খান
তোর কান্না শুনে আমি হেসেছি সবাই হেসেছে
চারিদিকে তোমার নিয়ামত নদী-নালা পাহাড় পর্বত-মুনাইম বিল্লাহ
খাদিজার মতো জীবন গড়ো লিরিক্স - Khadijar Moto Jibon Goro
ও মুর্শিদ গো -O Murshid Go