ওগো কামলিওয়ালা নবী সাল্লে আলা-Ogo kamliwala Gazi Anas Rawshan
গীতিকারঃ সাদেক হোসেন
গায়কঃ গাজী আনাস রওশন
সহশিল্পীঃ রায়হান সিদ্দিকী, আবির মোহাম্মদ রওশন, আব্দুল আজিজ, আরফিন সাইদ, ফাহিম মোহাম্মদ, তৌকির আহমেদ ফারদিন, মনিরুল ইসলাম লাবিব, সোহাগ, আবু বকর মোহন, তাহমিদ
ওগো কামলিওয়ালা নবী সাল্লে আলা
তোমারি নামে, তোমারি শানে,
গাইব যে গান মোরা, গাইবো যে গান
ওগো কামলিওয়ালা, নবী সাল্লে আলা
আনিলেন যিনি সত্য বাণী
মায়ের আঁচল জুড়ে,
ফুলের সুবাস হয়ে
অন্ধ পথেরি কাটা হতে,
তাদের আলোর পথে আনিতে ফিরিয়ে
আলোর পাখি তিনি সর্ব সেরা
যার আগমনে ফুল ফুটেছে
ঐ মরুর বুকে সারা বিশ্বজুড়ে
আরব শহরের কোনে কোনে
সবার মনে-মনে খুশির ঝরনা ঝড়ে
তারে পেয়ে হলো ধন্য ধরা।