ঈমানের সুরভী মেখে-Shahru Ramadan
গায়কঃ আবু রায়হান
কথা ও সুরঃ সাকাওয়াত আজিজ
ভিডিওঃ আবু বকর সিদ্দিক ও আবু তাহের
সাউন্ড ডিজাইনঃ সাঈদ হাসানাত
রেকর্ড লেবেল: তারানা রেকর্ডস
ঈমানের সুরভী মেখে-
জীবনের গল্প রেখে,
এসো সাজাই প্রাণ-
এলো শাহরু রমাদান।
জীবনের পণ হোক এ মাসে রসে,
ওপারের কসরত করো কষে,
খুশবো ছড়াও প্রাণে পড়ে কুরআন।
শাহরু রমদ্বান এলো শাহরু রমদ্বান..ঐ
পাপ সাপ হয়ে যাক পরম পণে-
খোদায়ী করুণা কুড়ো মনে,
লা-ত্বাকনাতু বলে ডাকে মহান,
শাহরু রমদ্বান এলো শাহরু রমদ্বান....ঐ
ইফতার সাহারি রাতের তারাবীতে-
পরম পবিত্রতা নিয়ে আসে পৃথিবীতে,
সুজুদে ছুটে সবাই শুনে আযান।
শাহরু রমদ্বান এলো শাহরু রমদ্বান...ঐ