ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিরিক্স-ইকবাল এইচজে
কথা ও সুরঃ তোফাজ্জল হোসেন খান
পরিকল্পনা ও আয়োজন: ইকবাল এইচজে
শিল্পীঃ আতাউল ওসমানী, ইকবাল এইচজে, দিদারুল ইসলাম, আ বি এম নোমান আজাদ, ও তোফাজ্জল হোসেন খান
রচনাঃ পারভেজ জুয়েল
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নাবীআল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আঁধার এ দুনিয়ায়
তুমি ছাড়া নাই কোন আলো ।
অশান্তির এ দাবানলে
মাজলুমানের হাহাকারে
জাহেলিয়াতের আঁধার ঘোচাতে
তৌহিদী ঝড় তোলো ।
সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে
তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে
তোমার অথৈ প্রেমের ডোরে
হাসলো ভূবন নতুন ভোরে
রক্ত পাথার পেরিয়ে আবার
জান্নাতের দ্বার খোলো ।