অনুতাপের অশ্রু জলে-Anutaper Osru
গীতিকারঃ আকিল আল ফারাধি
সুরঃ মাহমুদ ফয়সাল
সহযোগী কণ্ঠঃ রাকিবুল হাসান ও একাত্তো
অনুতাপের অশ্রু জলে
কাঁদি আল্লাহ আল্লাহ বলে
মাফ করে দাও, ইয়া ইলাহী
সব গুণাহের ক্ষমা চাহি
আমি পাপী বড়ই গুনাহগার
মাফ করে দাও গাফুর ও গাফফার
আশার সাগরে আমি হাবুডুবু খাই
পাবো কি পাবোনা আরশ কোণে ঠাঁই
গুনার বোঝা আমি বইবো কি করে
এক এক করে যদি প্রভু আমাকে ধরে
গোপন করো প্রভু আমার আখেরাত
তুমিই আমার মালিক তুমিই সাত্তার
মাফ করে দাও ইয়া ইলাহী
গাফুর ও গাফফার
কা'বার মালিক তুমি মালিক রওজার
বন্ধ করোনা তাওবারও দুয়ার
দৃস্টি দিওনা প্রভু আমার ভুলে
তোমার রহম করম নিওনা তুলে
সফল করো প্রভু আমার অপরাধ
নবীর হাতে দিও হাউজে কাউসার
মাফ করে দাও ইয়া ইলাহী
গাফুর ও গাফফার