অনুতাপের অশ্রু জলে-Anutaper Osru

গীতিকারঃ আকিল আল ফারাধি

সুরঃ মাহমুদ ফয়সাল

সহযোগী কণ্ঠঃ রাকিবুল হাসান ও একাত্তো

অনুতাপের অশ্রু জলে

কাঁদি আল্লাহ আল্লাহ বলে

মাফ করে দাও, ইয়া ইলাহী

সব গুণাহের ক্ষমা চাহি

আমি পাপী বড়ই গুনাহগার

মাফ করে দাও গাফুর ও গাফফার


আশার সাগরে আমি হাবুডুবু খাই

পাবো কি পাবোনা আরশ কোণে ঠাঁই 

গুনার বোঝা আমি বইবো কি করে

এক এক করে যদি প্রভু আমাকে ধরে

গোপন করো প্রভু আমার আখেরাত

তুমিই আমার মালিক তুমিই সাত্তার

মাফ করে দাও ইয়া ইলাহী

গাফুর ও গাফফার


কা'বার মালিক তুমি মালিক রওজার

বন্ধ করোনা তাওবারও দুয়ার

দৃস্টি দিওনা প্রভু আমার ভুলে

তোমার রহম করম নিওনা তুলে

সফল করো প্রভু আমার অপরাধ 

নবীর হাতে দিও হাউজে কাউসার

মাফ করে দাও ইয়া ইলাহী

গাফুর ও গাফফার

তলায়াল বাদরু আলাইনা লিরিক্স-Tala al Badru Alayna
শুনো মুমিন মুসলমান । Shuno Mumin Musolman Lyrics । Muhammad Badruzzaman
পথশিশু নয় ওরা ফুলশিশু লিরিক্স -Potho Shishu Gojol Lyrics
Allahke Pawa Lyrics । আল্লাহকে পাওয়া । Ahmod Abdullah । Kalarab
এত শহীদ রক্ত ঢালে লিরিক্স - Eto Shohid Rokto Dhale Lyrics
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
জাগো জাগো সব মুজাহিদ দল লিরিক্স- Jago jago sob mujahid dol lyrics
যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে - Jodi Kotha Daw Bondhu | Raad Ezama
সে আমার নবী - Se Amar Nabi
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক্স- Roja tar kemon hole Allah khusi hoy lyrics