কথা ও সুর মাহমুদ ফয়সাল
রচনা জয়নাল আবেদিন একাত্তর
Lyric & Tune by Mahmud Faysal
Composition by Joynal Abedin Ekatto
Directed by H Al Haadi
Presented By Proyash Entertainment
আমার পৃথিবী আলো ঝলোমল
আমার মায়ের কারণে
স্নেহ ভালোবাসা আর মায়া মমতায়
আগলে রাখে যতনে
মা যে আমার হীরা পান্না
মা যে আমারই জান্নাহ/জান্নাত
যখনই একা হই রাত গভীরে
মাথায় থাকে তাঁর হাত
কস্টে আমার কেটে যায় তাঁর
নির্ঘুম কতশত রাত
আমার সুখে হাসেন তিনি
আমার দুঃখে কান্না
মা যে আমার হীরাপান্না
মা যে আমারই জান্নাহ/জান্নাত
আমাকে নিয়ে তাঁর কত স্বপ্ন
কত আশায় বাঁধা বুক
দিতে আমায় পৃথিবীর সব
ভুলে যান নিজেরই সুখ,,,,
বায়না আমার যত তাঁরই কাছে
ফিরিয়ে কভু দেন না,,,,,
মা যে আমার হীরাপান্না
মা যে আমারই জান্নাহ/জান্নাত