শিল্পী: ওবায়দুল্লাহ তারেক
কথা ও সুর: মাহমুদ ফয়সাল
তুমি আরশে থাকো প্রভু
আমি জমিনে
তবু তোমারই প্রেম জমে
হৃদয় গহীনে
আমি তোমারই গোলাম ওগো
অন্য কারো না
আলিমুল গায়েব তুমি
মালিক রাব্বানা
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ২
তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়
প্রতিদিনে প্রতিক্ষনে জড়িয়ে রাখোগো আমায়
কতো শতো ভুল ক্ষমা করে দাও
জানা কি অজানা
কঠিন বিচারের দিনে থেকোগো পাশে
পাপের ভারে নূয়ে গেছি
মন তাই কেঁদে মরে
জান্নাতি ফুল দিওগো আমায়
আগুনে ফেলে দিওনা
সাম্প্রতিক মন্তব্য
#সুলতানা
মাইন্ডব্লোয়িং গজল।